UsharAlo logo
রবিবার, ১৩ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

শেরপুরের সাত গ্রামে আজ ঈদ

ঊষার আলো
মে ১৩, ২০২১ ১:২৩ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : চাঁদ দেখা না গেলেও মধ্য প্রাচ্যের সাথে মিল রেখে ১দিন আগে রোজা রাখেন তারা। তাই ঈদও উদযাপন করেন একদিন আগে।  বৃহস্পতিবার (১৩ মে) মধ্যপ্রাচ্যে ঈদুল ফেতর উদযাপিত হচ্ছে। সেই হিসাবে শেরপুরের অন্তত সাতটি গ্রামের মানুষ আজ আগাম ঈদুল ফিতর উদযাপন করছেন।
গ্রামগুলো হচ্ছে শেরপুর সদর উপজেলার উত্তর চরখারচর, দক্ষিণ চরখারচর, নালিতাবাড়ী উপজেলার নন্নী পশ্চিমপাড়া ও গোবিন্দনগর ছয়আনি পাড়া, নকলা উপজেলার নারায়নখোলা ও চরকৈয়া, ঝিনাইগাতি উপজেলার বনগাঁও চতল। সকাল সাতটা থেকে দশটার মধ্যে ওইসব গ্রামে পবিত্র ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়। প্রত্যেকটি জামাতে দেড় থেকে ২’শ মানুষ অংশ নেন। স্বাস্থ্যবিধি মেনে সরকারি নির্দেশনা মত মসজিদে জামাত অনুষ্ঠিত হয়েছে। জামায়াতে পর্দা করে পুরষদের পাশাপাশি নারীরা নামাজে অংশ নেন। দীর্ঘদিন ধরে শেরপুরের এসব এলাকায় মধ্য প্রাচ্যের সাথে মিল রেখে দেশে চাঁদ দেখা না গেলেও ১দিন আগে এ উৎসব পালন করেন।

(ঊষার আলো-আরএম)