ঊষার আলো রিপোর্ট : শেরপুরের নকলা উপজেলায় মসজিদ কমিটির টাকার হিসাব ও মুয়াজ্জিন নিয়োগ নিয়ে দুই’পক্ষের সংঘর্ষ ৪ জন গুরুতর আহত হয়েছে। আহতদের নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে গেছে ১৬ এপ্রিল শুক্রবার জুমার নামাজের পর নকলা উপজেলার গড়েগাও পূর্ব পাড়া জামে মসজিদের মুসল্লিরা মুয়াজ্জিন নিয়োগ ও বিগত কয়েক বছরের টাকার হিসাব ক্যাশিয়ারের নিকট জানতে চাইলে একপর্যায়ে তর্কবিতর্কে জড়িয়ে পড়ে ২ পক্ষ।
এরপর উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন গুরুতর আহত হয়েছে ৪ জন। আহতরা হলেন- আজিজুল (৪৫), শাকিল (২৫), মুকুল (৫৫) ও আলম (২৩)। পরে তাদের উদ্ধার করে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। এলাকায় টহল জোরদার করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে বলে জানিয়েছে নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মুশফিকুর রহমান।
(ঊষার আলো- এম.এইচ)