UsharAlo logo
মঙ্গলবার, ২৬শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

শেষ ম্যাচে হারের গ্লানি

usharalodesk
মে ১৩, ২০২৪ ১২:২৬ অপরাহ্ণ
Link Copied!

ক্রীড়া ডেস্ক :ম্যাচের শেষদিকে সিনিয়র এক ক্রীড়া সাংবাদিক বললেন, আজ (রোববার) ম্যাচ রিপোর্টের শিরোনাম হতে পারে ‘বাংলাদেশকে জিম্বাবুয়ে বানিয়ে জিম্বাবুয়ের জয়!’ সিরিজের শুরু থেকেই জিম্বাবুয়ের পারফরম্যান্স নিয়ে চলেছে হাসিঠাট্টা। অথচ সেই দলটিই রোববার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে স্বাগতিকদের বিপক্ষে পঞ্চম ও শেষ টি ২০ ম্যাচে ১৫৮ রানের লক্ষ্য তাড়ায় জিতেছে নয় বল বাকি থাকতে আট উইকেটের বড় ব্যবধানে। সেভাবে লড়াই-ই করতে পারেনি নাজমুল হোসেনের দল। টপ অর্ডারের চরম ব্যর্থতার পরও মিডল অর্ডারের কল্যাণে ছয় উইকেটে ১৫৭ রান করতে পারে বাংলাদেশ। জবাবে ব্রাইন বেনেট (৭০) ও অধিনায়ক সিকান্দার রাজার (৭২*) ঝড়ো ফিফটিতে সহজ জয়ে হোয়াইটওয়াশ এড়ায় জিম্বাবুয়ে। একটু এদিক ওদিক হলে সিরিজটাও জিততে পারত তারা। শেষ ম্যাচে হারলেও বাংলাদেশ সিরিজ জিতেছে ৪-১ ব্যবধানে। তবে পুরো সিরিজে বাংলাদেশ তেমন ভালো করতে পারেনি, জিম্বাবুয়ে আরও বেশি বাজে খেলেছে।

জিম্বাবুয়ের হতশ্রী ব্যাটিং এদিন পালটে যায়। মারুমানিকে সাকিব ফেরান এক রানেই। এরপর দ্বিতীয় উইকেটে বেনেট ও রাজার ৭৫ রানের জুটি। বেনেটকে ফেরান মোহাম্মদ সাইফউদ্দিন। সমান পাঁচটি করে চার ও ছক্কায় ৪৯ বলে ৭০ করেন তিনি। পুরো সফরেই ব্যর্থ রাজাও শেষ ম্যাচে জ্বলে উঠলেন। এই ডান-হাতি ব্যাটার ৪৬ বলে চারটি ছক্কা ও ছয়টি চারে অপরাজিত ৭২ রান করে ম্যাচ জিতিয়ে ফেরেন।

অনেকেই মনে করছেন দেশের মাটিতে শেষ আন্তর্জাতিক টি ২০ খেলে ফেলেছেন সাকিব। অনেকের ধারণা এবারের টি ২০ বিশ্বকাপ শেষেই আন্তর্জাতিক টি ২০ থেকে অবসরে যাবেন সাকিব। অবশ্য মাঠে তেমন কিছুর আভাস মিলল না। সাকিব এদিন এক উইকেট নিয়ে ৭০০ আন্তর্জাতিক উইকেট থেকে মাত্র এক উইকেট দূরে থাকলেন। তার উইকেট এখন ৬৯৯টি। আজই বাংলাদেশের বিশ্বকাপ দল ঘোষণা করা হতে পারে। সেই দলটিই যাবে যুক্তরাষ্ট্রে। বিশ্বকাপের আগে স্বাগতিকদের বিপক্ষে তিন ম্যাচের টি ২০ সিরিজ খেলবেন নাজমুলরা। ১৫ মে দেশ ছাড়বে বাংলাদেশের বিশ্বকাপ দল।

ঊষার আলো-এসএ