UsharAlo logo
শনিবার, ২৪শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ১০ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

শ্বাশুড়িকে হত্যার অভিযোগে জামাই গ্রেফতার

ঊষার আলো রিপোর্ট
মে ২৪, ২০২৫ ২:১১ অপরাহ্ণ
Link Copied!

দিনাজপুরের বীরগঞ্জে জামাইয়ের বিরুদ্ধে শ্বাশুড়িকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। সংশ্লিষ্টরা বলছেন, দাম্পত্য কলহের জেরে স্বামীকে রেখে বাবার বাড়িতে চলে আসে ওই গৃহবধূ।  এর জেরে ক্ষিপ্ত হয়ে শ্বশুরবাড়ি এসে শ্বাশুড়ি, স্ত্রী ও এক প্রতিবেশীকে এলোপাতাড়ি কোপায় অভিযুক্ত স্বামী। এতে ঘটনাস্থলেই ওই শ্বাশুড়ি মারা যান।

শুক্রবার গভীর রাতে উপজেলার ভোগনগর ইউনিয়নের চাউলিয়া রামপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত জামাই সামিয়েল মার্ডিকে (৩৮) আটক করেছে পুলিশ।

নিহত শ্বাশুড়ি বাহা বেসরা (৫৫) উপজেলার ভোগনগর ইউনিয়নের চাউলিয়া রামপাড়া গ্রামে মৃত বুদরা হাসদার স্ত্রী। আহতরা হলেন, সামিয়েল মার্ডির স্ত্রী মিনি হাসদা (৩৬) ও একই এলাকার সুখন কিস্কুর ছেলে বিকাশ কিস্কু (৩৬)। তারা দুজনেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

আটক সামিয়েল মার্ডি ভোগনগর ইউনিয়নের দক্ষিণ চাউলিয়া গ্রামের শনিরাম মার্ডির ছেলে।

পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে সামিয়েল মার্ডির সঙ্গে স্ত্রী মিনি হাসদার পারিবারিক কলহ চলে আসছিল। একপর্যায়ে গত মাসে মিনি হাসদা বাবার বাড়ি চলে আসেন। এতে আরও ক্ষিপ্ত হয় স্বামী সামিয়েল মার্ডি। এরই ধারাবাহিকতায় শুক্রবার গভীর রাতে শ্বশুরবাড়িতে এসে শ্বাশুড়িকে বাহা বেসরাকে কুপিয়ে আহত করে। এতে ঘটনাস্থলে বাহা বেসরা মারা যায়। এ সময় মিনি হাসদা ও বিকাশ কিস্কু এগিয়ে আসলে তাদেরকে কুপিয়ে আহত করে সামিয়লে। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

বীরগঞ্জ থানার ওসি মো. আব্দুল গফুর বলেন, ‘ঘটনার পর পুলিশ রাতেই অভিযান চালিয়ে হত্যার অভিযোগে সামিয়েল মার্ডিকে আটক করেছে। নিহতের লাশ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসাপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।’

ঊষার আলো-এসএ