UsharAlo logo
শুক্রবার, ২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

শ্যামনগরে বিকল্প ফসল এবং সমন্বিত কৃষি বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত

ঊষার আলো ডেস্ক
মে ১১, ২০২৪ ৫:২০ অপরাহ্ণ
Link Copied!

দক্ষিণ-পশ্চিম উপকূলের জেলা সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় মানুষের জন্য ফাউন্ডেশন (এমজেএফ) ও এ্যাম্বাসী অব সুইডেনের সহযোগিতায় লিডার্স-এর ’ক্রিয়া’ প্রকল্পের অধীনে বিকল্প ফসল কৃষি এবং সমন্বিত কৃষি বিষয়ে দুই দিন ব্যাপী প্রশিক্ষণ শুরু হয়েছে।

শনিবার সকালে ৭১ নং বুড়িগোয়ালিনী সরকারি প্রাথমিক বিদ্যালয়, শ্যামনগর, সাতক্ষীরা ভেন্যুতে অনুষ্ঠিত এই প্রশিক্ষণে গাবুরা ইউনিয়নের ’ক্রিয়া’প্রকল্পের নারী ও পুরুষ দলের ৩০ জন সদস্য অংশগ্রহণ করেছেন। প্রশিক্ষণ প্রদান করছেন বুড়িগোয়ালিনী ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা মো: জামাল উদ্দীন।

প্রশিক্ষণ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লিডার্স-এর ক্রিয়া প্রকল্পের সমন্বয়ক মো. আরিফুর রহমান, অ্যাকাউন্টস ও অ্যাডমিন অফিসার আব্দুল্লাহ আল ফারুক,  প্রকল্প কর্মকর্তা সুলতা রানী সাহা ও ফিল্ড ফ্যাসিলিটেটর কে.এম. আকতার হোসেন।

উল্লেখ্য, একই প্রশিক্ষণ বুড়িগোয়ালিনী ইউনিয়নের ’ক্রিয়া’ প্রকল্পের নারী ও পুরুষ দলের ৩০ জন সদস্যও পাবেন।