ঊষার আলো রিপোর্ট : রাজধানীর শ্যামপুর থানার ফরিদাবাদ এলাকায় ট্রাকচাপায় মো. কোরবান (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন।শনিবার (১৮ মার্চ) মধ্যরাতে এই ঘটনা ঘটে। দুর্ঘটনায় ঘটনাস্থলেই তিনি নিহত হন।
এ ব্যাপারে শ্যামপুর থানার উপ-পরিদর্শক (এসআই) নুরুজ্জামান বলেন, মধ্যরাতে শ্যামপুরের ফরিদাবাদ এলাকায় তিনি ট্রাকের নিচে চাপা পড়েন। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে আমরা খবর পেয়ে রাত ২টার দিকে ঘটনাস্থলে যাই। ভোরে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠাই।
তিনি বলেন, আমরা জানতে পেয়েছি তারা একটি মোটরসাইকেলে তিনজন ছিলেন। তিনজন যাওয়ার সময় পেছন থেকে কোরবান নামে ওই যুবক পড়ে গিয়ে ট্রাকের নিচে চাপা পড়েন। পরে ওই দুইজন ভয়ে মোটরসাইকেল নিয়ে পালিয়ে যান। এই ঘটনায় ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে।
ঊষার আলো-এসএ