UsharAlo logo
রবিবার, ২৯শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

শ্রমিকদের নবীনগর-চন্দ্রা মহাসড়ক অবরোধ

usharalodesk
নভেম্বর ২৬, ২০২৪ ৮:১২ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট :  প্রায় ৪ বছর আগে ঢাকা ডিইপিজেডের লেনী ফ্যাশন ও লেনী অ্যাপারেলস কারখানা দুটি বন্ধ হয়ে যায়। বর্তমানে প্রায় সাড়ে সাত হাজার শ্রমিক পাওনা টাকা আদায়ের দাবিতে নবীনগর-চন্দ্রা মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করছেন।

মঙ্গলবার সকাল থেকে আশুলিয়ার ইপিজেড এলাকায় ৪ বছরের পাওনা টাকার দাবিতে মহাসড়ক অবরোধ করে রাখেন।

শ্রমিকরা জানায়, করোনার দোহাই দিয়ে লেনী ফ্যাশন কারখানা বন্ধ করে দিয়েছিল কর্তৃপক্ষ। তিন মাসের বকেয়া বেতন, আর্ন লিভ সার্ভিস বেনিফিটের দাবিতে এই বিক্ষোভ কর্মসূচি পালন করছেন তারা।

শিল্প পুলিশ জানায়, ইপিজেডের লেনী ফ্যাশনের শ্রমিকরা বকেয়া পাওনা আদায়ের দাবিতে মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন। আমরা কারখানা কর্তৃপক্ষ ও শ্রমিকদের সঙ্গে কথা বলে বিষয়টি সমাধানের চেষ্টা করছি।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিদ্দিকুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, অপ্রীতিকর ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা প্রস্তুত রয়েছেন। চার বছর আগে বন্ধ হওয়া ঢাকা ইপিজেডের লেনী ফ্যাশন এবং লেনী অ্যাপারেলস কারখানার সাড়ে সাত হাজার শ্রমিক পাওনা টাকা আদায়ের দাবিতে নবীনগর-চন্দ্রা মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করছেন।

ঊষার আলো-এসএ