UsharAlo logo
শনিবার, ১৭ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

শ্রীপুরে বনের জমি উদ্ধারে যৌথ বাহিনীর অভিযান

ঊষার আলো রিপোর্ট
এপ্রিল ২৬, ২০২৫ ৩:১৪ অপরাহ্ণ
Link Copied!

গাজীপুরের শ্রীপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদ করে বনভূমি উদ্ধারে অভিযানে নেমেছে যৌথ বাহিনী। শনিবার সকাল ৯টায় শুরু হওয়া এ অভিযানে শ্রীপুরে তেলিহাটি মুরগি বাজার এলাকায় বনের জায়গার ওপর অবৈধভাবে গড়ে ওঠা স্থাপনাগুলো বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে।

আনসার, পুলিশ, বিজিবি, র‌্যাব, সেনাবাহিনী, বন বিভাগ ও উপজেলা প্রশাসনের সমন্বয়ে এ অভিযান পরিচালিত হচ্ছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ব্যারিস্টার সজিব আহমেদ বলেন, বন বিভাগের জমির উপর অবৈধভাবে স্থাপনা নির্মাণকারী প্রায় ৩৫ পরিবাররকে নোটিশ দেওয়া হয়েছিল। তাদেরকে জানিয়েই অভিযান পরিচালনা করা হচ্ছে। অভিযানের আগেই অনেকে মালামাল সরিয়ে নিয়েছে।

বন বিভাগের শ্রীপুর রেঞ্জ কর্মকর্তা মুখলেছুর রহমান বলেন, ‘অবৈধভাবে গড়ে ওঠা স্থাপনা উচ্ছেদের ধারাবাহিক অভিযান পরিচালিত হচ্ছে। এ অভিযান অব্যাহত থাকবে।’

ঊষার আলো-এসএ