UsharAlo logo
মঙ্গলবার, ১৩ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

শ্রীপুরে বেহাল সড়কে লাখো মানুষের দুর্ভোগ

ঊষার আলো
সেপ্টেম্বর ১৪, ২০২২ ১০:১৬ পূর্বাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : গাজীপুরের শ্রীপুরে দীর্ঘদিন সংস্কারের অভাবে বেহাল হয়ে পড়েছে গ্রামীণ সড়কগুলো। এতে ভোগান্তিতে পড়েছে মাওনা, গাজীপুর ও তেলিহাটি ইউনিয়নের লাখো মানুষ। শিল্প এলাকা ঘেরা এই তিন ইউনিয়ন ঘুরে বেশ কিছু সড়কের বেহাল অবস্থার চিত্র দেখা গেছে।

শ্রীপুর উপজেলা প্রকৌশল অফিসের দেওয়া তথ্যমতে, উপজেলায় স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের অধীন মোট সড়ক রয়েছে ১৬৩০কিলোমিটার। এর মধ্যে কাঁচা সড়ক ৫৭৮ কিলোমিটার, এইচবিবি ৫৩৭ কিলোমিটার, আরসিসি ১০ কিলোমিটার, কার্পেটিং ৫০৬ কিলোমিটার। দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় এখন এই সড়কগুলো বেহাল হয়ে
পড়েছে।

স্থানীয়দের ভাষ্যমতে, উপজেলার অন্যতম একটি গুরুত্বপূর্ণ সড়ক হলো মাওনা-ধনুয়া সড়ক। এ সড়কের দুপাশে গড়ে উঠেছে প্রায় ২০টি শিল্পকারখানা।  এসব কারখানায় কর্মরত রয়েছে লাখো মানুষ। দীর্ঘদিন ধরে সড়কের উন্নয়ন না হওয়ায় মানুষের দুর্ভোগ বেড়েছে। প্রায় চার কিলোমিটার সড়কের মধ্যে ১২শ মিটার এলাকায় সড়কের উন্নয়ন কাজ হলেও বাকী অংশ এখন চলাচলের অনুপযোগী।

উপজেলার অন্যতম আরও একটি গুরুত্বপূর্ণ সড়ক জৈনাবাজার টু গাজীপুর সড়ক (আনসার রোড)। কয়েক যুগ এই সড়কে ইট বিছিয়ে উন্নয়ন করা হলেও এখন ব্যবহারের অনুপযুক্ত হয়ে পড়েছে এই সড়কটি। এই সড়কের গুরুত্বপূর্ণ অংশে কালভার্ট ভেঙ্গে যাওয়ায় যান চলাচল বন্ধ রয়েছে।

তেলিহাটি ইউনিয়নের মুলাইদ এলাকায় এমসিবাজার মাজম আলী মোড়- গোদার চালা মুক্তিযোদ্ধা মোড় সড়কের প্রায় দুই  কিলোমিটার এলাকা ব্যবহারের অনুপযোগী। দেওয়ানের চালা- গোদারচালা সড়কের এক কিলোমিটার, মাওনা চৌরাস্তা- নোভা পোলট্রি সড়ক ও  শ্রীপুর ডিবি রোড থেকে শফিক মোড় হয়ে চেয়ারম্যান বাড়ি সড়ক, এএসএম ক্যামিকেল গেইট থেকে ছাতিরবাজার সড়কেরও বেহাল দশা।

এছাড়াও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে সড়কের উভয় পাশে বেশ কয়েকটি সংযোগ সড়ক বেহাল হয়ে পড়ায় মানুষ ও শিল্প কারখানার পণ্য পরিবহণে ভোগান্তি তৈরি হয়েছে।

গাজীপুর ইউনিয়নের চেয়ারম্যান সিরাজুল হক মাদবর জানান, তার ইউনিয়নের গ্রাম পর্যন্ত শিল্পকারখানা ছড়িয়ে গেছে। সে অনুযায়ী সড়কের উন্নয়ন নেই। শিল্প কারখানার শ্রমিকদের আসা যাওয়া ও কারখানার পণ্য পরিবহনে প্রতিবন্ধকতা তৈরি হয়েছে। দ্রুত রাস্তার সংস্কার ও উন্নয়ন না হলে মানুষের ক্ষোভ আরও বাড়বে।

গাজীপুর গ্রামের বাচ্চু মিয়া বলেন, তাদের এলাকায়  আনসার রোডটি বহু পুরনো।  গাজীপুর গ্রাম ও আশপাশের গ্রামের মানুষ দীর্ঘদিন ধরে এ সড়কটি ব্যবহার করে আসছে। গত দুই বছর আগে সড়কের কালভার্টটি ভেঙ্গে যাওয়ায় এখন আর যানবাহন চলে না। সড়কের  এক কিলোমিটার এলাকার উন্নয়ন হলে কয়েক হাজার গ্রামবাসীর দুর্ভোগ কমতো। এছাড়াও মাওনা ধনুয়া সড়কের নতুনবাজার থেকে ফকির মার্কেট পর্যন্ত সড়ক বেহাল হয়ে পড়েছে।

তেলিহাটি ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল বাতেন সরকার বলেন, বেশ কিছু রাস্তার বেহাল অবস্থার কারণে এলাকার মানুষের দুর্ভোগ বেড়েছে। তবে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে ছোট ছোট সড়কগুলো সংস্কারের উদ্যোগ নিয়েছি। বড় সড়কগুলো দেখার দায়িত্ব এলজিইডির।

উপজেলা প্রকৌশল রাকিবুল আহসান জানান, শিল্প কারখানা সমৃদ্ধ এ উপজেলায় বেশ কিছু সড়ক খুবই গুরুত্বপূর্ণ। তবে এখনো অনেক সড়কই  আইডিভুক্ত করা হয়নি। আইডি ছাড়া কোনো সড়কের কাজে প্রতিবন্ধকতা তৈরি হয়েছে। পূর্ববর্তী দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের অবহেলায় এমন পরিস্থিতি তৈরি হয়েছে। এছাড়াও শিল্পকারখানার ভারি যানবাহন ও মাটি বালি বোঝাই ডাম্প ট্রাক অধিকাংশ সড়ক ক্ষতিগ্রস্ত করছে।

তিনি আরও বলেন, এ মুহূর্তে আমাদের সংস্কারের কোনো বরাদ্দ নেই। এছাড়াও বেশ কিছু সড়ক আইডিভুক্ত করতে প্রস্তাব পাঠানো হয়েছে। সরকারি বরাদ্দ না আসলে আমাদের কিছুই করার নেই।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) গাজীপুর জেলার নির্বাহী প্রকৌশলী আব্দুল বারেক বলেন, সড়কগুলোর বিষয়ে খোঁজ নেওয়া হবে। আমরা বেশ কিছু সড়ক সংস্কারের জন্য  তালিকা করছি। দুর্ভোগ লাগবে আমাদের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

ঊষার আলো-এসএ