UsharAlo logo
শুক্রবার, ১৭ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ টেস্ট দল ঘোষণা

ঊষার আলো
এপ্রিল ২০, ২০২১ ৪:৪২ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : বুধবার ক্যান্ডিতে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্ট খেলতে নামবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। পাল্লেকেলেতে এর আগে ওয়ানডে এবং টি-টোয়েন্টি খেললেও এবারই প্রথম টেস্ট খেলবে মুমিনুলরা।

২০১৭ সালে বাংলাদেশ দল শ্রীলঙ্কায় সবশেষ টেস্ট খেলেছে । সেবার প্রথম টেস্টে হেরে গেলেও দ্বিতীয় ম্যাচে নিজেদের শততম টেস্টে এক স্মরণীয় জয় পায় বাংলাদেশ দল। সেই জয়ও হয়ত বাংলাদেশকে আশার এক আলো দেখাতে পারে। সাথে বিগত পরাজয়গুলোকে ভুলে নতুন এক শুরুর সূচনা হতে পারে।

বাংলাদেশ স্কোয়াড মুমিনুল হক (অধিনায়ক), তামিম ইকবাল, মুশফিকুর রহিম, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, লিটন কুমার দাশ, মোহাম্মদ মিথুন, মেহেদী হাসান মিরাজ, সাদমান ইসলাম, আবু জায়েদ রাহী, নাজমুল হোসেন শান্ত, ইবাদত হোসেন, মোহাম্মদ সাইফ হাসান, ইয়াসির আলী চৌধুরী এবং শরিফুল ইসলাম।

(ঊষার আলো-এফএসপি)