UsharAlo logo
রবিবার, ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

শ্রীলঙ্কার ২৬ মন্ত্রীর পদত্যাগ

usharalodesk
এপ্রিল ৪, ২০২২ ১০:৪৩ পূর্বাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : শ্রীলঙ্কার মন্ত্রিসভার সদস্যরা পদত্যাগ করেছেন। দেশটির শিক্ষামন্ত্রী জানিয়েছেন,কারফিউ জারির করার পরও সরকার বিরোধী বিক্ষোভ বৃদ্ধি পাওয়ার পরিপ্রেক্ষিতে এই পদত্যাগের ঘটনা ঘটেছে।শিক্ষামন্ত্রী দিনেশ গুণবর্ধন সাংবাদিকদের জানিয়েছেন, রোববার (৩ এপ্রিল) রাতে বৈঠকে প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে এবং তার বড় ভাই প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে ছাড়া ২৬ মন্ত্রীর সবাই পদত্যাগ করেছেন।

তিনি বলেন, সব মন্ত্রী তাদের পদত্যাগপত্র জমা দিয়েছেন যেন প্রেসিডেন্ট একটি নতুন মন্ত্রিসভা গঠন করতে পারেন। ক্রমবর্ধমান অর্থনৈতিক সংকট নিয়ে আলোচনা করার পরই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানান তিনি।পদত্যাগ করা মন্ত্রীদের মধ্যে রাজাপাকসে পরিবারের তিন সদস্য রয়েছেন।রাজাপাকসে ভাইদের মধ্যে সবার ছোট অর্থমন্ত্রী বাসিল এবং সবার বড় চামাল যিনি কৃষি মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন এবং পরিবারের আরেক সদস্য ক্রীড়ামন্ত্রী নামাল, সবাই পদত্যাগ করেছেন।

ঊষার আলো-এসএ