UsharAlo logo
রবিবার, ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

শ্রীলঙ্কায় প্রেসিডেন্ট পালিয়ে মালদ্বীপ, প্রধানমন্ত্রীর কার্যালয়ে জনতা

koushikkln
জুলাই ১৩, ২০২২ ১১:০৪ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : ক্রমেই কঠিন রূপ নিচ্ছে শ্রীলঙ্কান রাজনৈতিক পরিস্থিতি। অব্যাহত সরকার রিবোধী আন্দোলন ভয়ানক রূপ নিয়েছে। বুধবার (১৩ জুলাই) শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর কার্যালয়ে ঢুকে পড়েছেন বিক্ষোভকারীরা। ভেতরে ঢুকে উল্লাস প্রকাশ করছেন তারা। বিক্ষোভকারীদের অনেককেই প্রধানমন্ত্রীর কার্যালয়ের ব্যালকনিতে দাড়িয়ে থাকতে দেখা গেছে।

অপরদিকে দেশ পালিয়ে মালদ্বীপে আশ্রয় নেওয়া প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে সেখানে বিক্ষোভের মুখে পড়েছেন। ফলে গোটা শ্রীলঙ্কা জুড়ে এক অরাজক পরিস্থিতি বিরাজ করছে।
বুধবার (১৩ জুলাই) বিবিসি প্রকাশিত তথ্য অনুযায়ী, বিক্ষোভকারীরা প্রধানমন্ত্রীর কার্যালয়ের ভেতরে প্রবেশ করলেও সেখানে ছিলেন না রনিল বিক্রমাসিংহে। এর আগে, কয়েক ঘণ্টা ধরে বিক্ষোভকারীদের ঠেকানোর চেষ্টা চালায় নিরাপত্তা বাহিনী। টিয়ার গ্যাস নিক্ষেপ করেও তাদের ঠেকাতে পারেনি পুলিশ।

বিক্ষোভকারীরা দাবি করেন, দেশ ছেড়ে পালানো প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসের সহযোগী রনিল বিক্রমাসিংহে। তাকেও পদত্যাগ করতে হবে।
এদিকে রনিল বিক্রমাসিংহেকে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন শ্রীলঙ্কার পার্লামেন্টের স্পিকার। এর আগে, শ্রীলঙ্কায় জরুরি অবস্থা জারি করেন রনিল বিক্রমাসিংহে। সংবাদ মাধ্যম ডেইলি মিরর এক প্রতিবেদনে একথা জানায়।

সংবাদে বলা হয়, রনিল বিক্রমাসিংহে পুরো দেশজুড়ে জরুরি অবস্থা জারি করেছেন। একইসঙ্গে তিনি দেশের পশ্চিমাঞ্চলীয় প্রদেশে কারফিউ জারির নির্দেশ দিয়েছেন।