UsharAlo logo
শুক্রবার, ১৭ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

সকল রেকর্ড ছাড়িয়ে সংক্রমণের নতুন রেকর্ড ভরতের

ঊষার আলো
এপ্রিল ২১, ২০২১ ৫:১৬ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : দৈনিক করোনা সংক্রমণের নতুন এক রেকর্ড গড়ল ভারত। গত ২৪ ঘণ্টায় (মঙ্গলবার) দেশটিতে ২ লাখ ৯৫ হাজার মানুষ করোনা আক্রান্ত হয়েছেন।

বিশ্বে এখন পর্যন্ত এটাই সর্বকালীন দ্বিতীয় বৃহত্তম দৈনিক সংক্রমণের সংখ্যা। ভারতের আগে রয়েছে একমাত্র যুক্তরাষ্ট্র।

শুধু দৈনিক সংক্রমণই নয় বরং দৈনিক মৃত্যুতেও রেকর্ড গড়ল ভারত। এ প্রথম ভারতে দৈনিক মৃত্যুর সংখ্যা ২ হাজার স্পর্শ করল।

দেশটিতে গত ২৪ ঘণ্টায় করোনায় মারা গেছেন ২,০২৩ জন। এই নিয়ে মোট মৃত্যু ১ লাখ ৮২ হাজার ৫৫৩ জনে দারালো। ভারতে শুধু গত ২৪ ঘণ্টায় ২ লাখ ৯৫ হাজার ৪১ জন করোনায় আক্রান্ত হয়েছে।বিশ্বে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রে দৈনিক সংক্রমণের সংখ্যা ৩ লাখের বেশি হয়েছিল। চলতি বছরের ৮ জানুয়ারি দেশটিতে দৈনিক সংক্রমণ ছুঁয়েছিল ৩ লাখ ৭ হাজার।

কিন্তু বিশেষজ্ঞদের মতে, ভারতে যে হারে করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছে তাতে মার্কিন রেকর্ড ভেঙে দেওয়া সময়ের অপেক্ষা মাত্র। ভারতে এখন পর্যন্ত সংক্রমিত হয়েছে ১ কোটি ৫৬ লাখ ১৬ হাজার ১৩০ জন। এ মুহূর্তে দেশটিতে মোট অ্যাকটিভ রোগীর সংখ্যা প্রায় ২১ লাখেরও বেশি।

রাজ্য হিসেবে দিল্লির অবস্থা সবচেয়ে ভয়াবহ। দিল্লিতে মোট মারা গেছেন ২৭৭ জন, উত্তরপ্রদেশের সংখ্যাটি ১৬২, গুজরাটে ১২১ ও কর্ণাটকে ১৪৯ জন।

(ঊষার আলো-এফএসপি)