UsharAlo logo
রবিবার, ১১ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

সড়কে ঝরল স্বামী-স্ত্রীর প্রাণ

ঊষার আলো
মার্চ ২৮, ২০২৩ ১১:০৩ পূর্বাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : ঝিনাইদহের কালীগঞ্জে স্যালো ইঞ্জিনচালিত ভ্যানের সঙ্গে মাছবোঝাই পিকআপ ভ্যানের সংঘর্ষে স্বামী ও স্ত্রী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় শিশুসহ ভ্যানের ৩ যাত্রী আহত হয়েছেন। মঙ্গলবার (২৮ মার্চ) সকাল ৬টার দিকে মোবারকগঞ্জ চিনিকলের সামনে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ঝিনাইদহ সদরের বিষয়খালী গ্রামের ছাবদার আলী ও তার স্ত্রী পারভীনা বেগম। এ ঘটনায় আহত হয়েছেন তাদের মেয়ে সাথী খাতুন, ভ্যানচালক করিম ও তাদের নাতী। তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

কালীগঞ্জ থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ইকবাল কবির জানান, সকালে ফজরের নামাজ আদায় করে ভ্যানযোগে মেয়ে ও নাতীকে নিয়ে যশোরে ডাক্তার দেখানোর উদ্দেশ্যে ছাবদার আলী তার স্ত্রীকে নিয়ে রওনা দেন। পথিমধ্যে কালীগঞ্জের মোবারকগঞ্জ চিনিকলের সামনে পৌঁছালে পেছনের দিক থেকে আসা মাছবোঝাই পিকআপ ভ্যান যাত্রীবাহী ওই ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হন পারভীনা। সেসময় গুরুতর আহত অবস্থায় তার স্বামী ছাবদার আলী, মেয়ে সাথী খাতুন, নাতী ছেলে ও ভ্যানচালক করিমকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে ছাবদার আলীকে যশোর জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

ঊষার আলো-এসএ