UsharAlo logo
শনিবার, ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

সড়ক দুর্ঘটনায় রাবি শিক্ষকের মৃত্যু

ঊষার আলো
জানুয়ারি ১৪, ২০২৫ ১:৪৪ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট :  সড়ক দুর্ঘটনায় আহত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. পুরনজিত মহালদার মারা গেছেন। সোমবার দিবাগত রাত ২টা ৩৫ মিনিটের দিকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

মঙ্গলবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক আখতার হোসেন মজুমদার।

তিনি জানান, সোমবার দুপুরে রাজশাহী মহানগরীর বারো রাস্তার মোড় এলাকায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন ড. পুরনজিত মহালদার। পরে তাকে সেখান থেকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ ইউনিটে চিকিৎসা দেওয়া হয়। সেখানেই তিনি মারা যান।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক মো. আখতার হোসেন মজুমদার আরও জানান, ড. পুরনজিত মহালদারের লাশ মঙ্গলবার সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ কলাভবনের সামনে রাখা হয়েছে। সেখানে তার বন্ধু শুভানুধ্যায়ী, সহকর্মী ও বিভাগের শিক্ষার্থীরা শ্রদ্ধা নিবেদন নিবেদন করেন।

বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা যায়, মেয়েকে স্কুল থেকে আনতে যাওয়ার সময় ট্রাকের পাশে বালুতে পা পিছলে পড়ে যান তিনি। এতে মাথা ও হাত গুরুতর আঘাতপ্রাপ্ত হয়। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর তিনি কোমায় চলে যান এবং পরে আইসিইউতে মারা যান।

তার এই মৃত্যুতে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন, বাংলা বিভাগ অ্যালামনাই শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।

ঊষার আলো-এসএ