UsharAlo logo
রবিবার, ১৬ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩রা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

সপ্তাহ ঘুরলেও ভাগ্য ফেরেনি চেলসির

ক্রীড়া ডেস্ক
ফেব্রুয়ারি ১৫, ২০২৫ ১১:৫৭ পূর্বাহ্ণ
Link Copied!

স্টেডিয়াম বদলায়নি, একাদশেও আসেনি খুব বেশি পরিবর্তন। তবে ম্যাচের ফলে কিছুটা ওলটপালট হয়েছে। চেলসি আগেরবারের মতো এবারও ব্রাইটনের বিপক্ষে পেরে ওঠেনি। এবারের হারটা আবার একটু বড়। এফএ কাপে ২-১ গোলে হারা দ্য ব্লুজরা প্রিমিয়ার লিগে দেখেছে ৩-০ ব্যবধানের হার।

মাসের শুরুর দিকে ফালমার স্টেডিয়ামে আতিথেয়তা পেয়েছিল চেলসি। এফএ কাপের চতুর্থ রাউন্ডে হেরে সেবার ছিটকেও গেছে। সপ্তাহ ব্যবধানে এবার স্বাগতিকরা আরেকবার নাকানিচুবানি খাইয়েছে এনজো মারেস্কার শিষ্যদের। তাতেই চেলসির লিগ টেবিলের শেষ চারে থাকা শঙ্কায় পড়েছে।

প্রিমিয়ার লিগে শুক্রবার রাতে ব্রাইটন দেখিয়েছে দাপট। বল দখল, গোলে শট আর আক্রমণের পসরা সাজিয়ে শীর্ষ ক্লাবটিকে নাস্তানাবুদ করেছে। কাওরু মিতোমার দুর্দান্ত গোল এবং ইয়ানকুবা মিন্তেহর জোড়া গোলে জয় পায় স্বাগতিকরা। টেবিলে অবশ্য তেমন পরিবর্তন আসেনি। ৪৩ পয়েন্ট নিয়ে চারে চেলসি। তিন ধাপ এগিয়ে ব্রাইটন ৩৭ পয়েন্ট নিয়ে শীর্ষ আটে।

ঘরের মাঠে ম্যাচের ২৭ মিনিটে মিতোমা আনেন দুর্দান্ত এক গোল। এরপর প্রথমার্ধেই ব্যবধান দ্বিগুণ করেন মিন্তেহর। চেলসি সুযোগ কাজে লাগায় ৩৫ মিনিটের মাথায়। এনজো ফার্নান্দেজের হেডে বল জালে জড়ালেও পরে গোল বাতিল হয়। ব্রাইটনের ডিফেন্ডার জোয়েল ভেল্টমানকে ধাক্কা দেওয়ার কারণে গোলটি বাতিল হয়।

৩ মিনিট পরেই চেলসি আরও পিছিয়ে পড়ে। খেলার ৬৩ মিনিটে মিন্তেহর তার দ্বিতীয় গোল করেন। পোস্টের কাছ থেকে জোরালো শটে স্কোরলাইন ৩-০ করেন। নিশ্চিত করে লিগের বড় জয়। ঘরের মাঠে সবশেষ নভেম্বরে ম্যানচেস্টার সিটিকে হারিয়েছিল ব্রাইটন।

ঊষার আলো-এসএ