UsharAlo logo
বুধবার, ৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

সব আদালতে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুপ্রিম কোর্ট প্রশাসনের

pial
নভেম্বর ২০, ২০২২ ৪:৪০ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : সারাদেশের সকল আদালতে নিরাপত্তা জোরদারের নির্দেশনা দিয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন। ঢাকার আদালত থেকে ২ আসামি ছিনিয়ে নেওয়ার পরপরই এ নির্দেশনা দেওয়া হয়েছে।

সুপ্রিম কোর্টের মুখপাত্র ও আপিল বিভাগের রেজিস্ট্রার মোহাম্মদ সাইফুর রহমান এ তথ্য জানান।

উল্লেখ্য, মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই জঙ্গি মইনুল হাসান শামীম ওরফে সিফাত সামির ও মো. আবু ছিদ্দিক সোহেল ওরফে সাকিবকে আদালত প্রাঙ্গণ হতে সহযোগীরা ছিনিয়ে নিয়েছেন।

রবিবার (২০ নভেম্বর) দুপুরে রাজধানীর রায়সাহেব বাজার মোড়সংলগ্ন ঢাকার সিজেএম আদালত ফটকের সামনে এ ঘটনা ঘটে। পালিয়ে যাওয়া ২ জঙ্গি জাগৃতি প্রকাশনীর প্রকাশক ফয়সল আরেফিন দীপন হত্যা এবং লেখক ও ব্লগার অভিজিৎ রায় হত্যায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি।

(ঊষার আলো-এফএসপি)