UsharAlo logo
বৃহস্পতিবার, ৯ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৫শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

সরকারি চর ভরাটী জমি দখল করায় ৪ জনকে জেল

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি
মার্চ ৫, ২০২৪ ৭:৩০ অপরাহ্ণ
Link Copied!

পাইকগাছায় সরকারি চর ভরাটী জমি জবর দখল করার অপরাধে ৪ ব্যক্তিকে বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে। সোমবার সন্ধ্যায় এলাকার দুর্বৃত্তরা উপজেলার দেলুটী ইউনিয়নের জিরবুনিয়া গেওয়াবুনিয়া নদীর চর ভরাটী জমি স্কেভেটর মেশিন দিয়ে বাঁধ দিয়ে জবর দখল করছিল। এ খবর পেয়ে ঘটনাস্থলে অভিযান চালিয়ে ৪ জনকে আটক করা হয়।

পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে বালু মহল মাটি ব্যবস্থাপনা আইনের আওতায় আটককৃতদের মধ্যে জিরবুনিয়া গ্রামের রঞ্জন কুমার মন্ডলের ছেলে ইলাবন্ত মন্ডল (৩৬) কে ৬ মাসের, ভ্যেকু চালক নড়াইলের কালীয়া উপজেলার খানজাহান আলী শিকদারের ছেলে এনামুল শিকদার (২২), মোরফুদুল সরদারের ছেলে আরাফাত সরদার (২২) ও হারুন শেখের ছেলে মিজানুর রহমান শেখ (২৫) কে ১ মাস করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিন।

এ সময় অভিযানে উপস্থিত ছিলেন, উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক আলতাফ হোসেন, ভ‚মি অফিসের প্রধান সহকারী আব্দুল বারি, পেশকার মোঃ ইব্রাহীম, পিসি রাহাজুল ইসলাম, আনসার সদস্য মিহির, কামরুল ও প্রসেনজিৎ।