সরকার নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে পারেনি বলে মন্তব্য করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা বলেছেন, আমাদের সমাজে ধর্ষণ দৈনন্দিন অপরাধের মতো হয়ে গেছে। সমাজে নারীদের প্রতি সহিংসতা এমন পর্যায়ে চলে গেছে যে, চারদিকে শুধু ধর্ষণ হচ্ছে। নারীদের সামাজিক নিরাপত্তা আজ প্রশ্নবিদ্ধ। শনিবার রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে এক বিক্ষোভ সমাবেশে তারা এসব কথা বলেন। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে ‘জনপরিসরে নারীর নিরাপত্তা ও সাইবার সুরক্ষা’র দাবিতে বিক্ষোভ সমাবেশ আয়োজন করে এনসিপি। এতে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুম প্রমুখ।
সারজিস আলম বলেন, অভ্যুত্থান-পরবর্তী সময়ে আমরা দেখছি, মাগুরার ছোট্ট বোন মৃত্যুর সঙ্গে লড়ছে। শকুনদের দৃষ্টি থেকে আমাদের বোনদের রক্ষা করা একটি চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। আবার ঢাকা বিশ্ববিদ্যালয়েও কীভাবে একজন বোনের ওপর একজন তার মতাদর্শ চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছে। পোশাক নিয়ে যেভাবে ইচ্ছা কথা বলেছে। আমাদের মা-বোনদের যতটুকু নিরাপত্তা দেওয়ার কথা, এই মুহূর্তে ততটুকু নিরাপত্তা এই সরকার নিশ্চিত করতে পারছে না।
তিনি বলেন, আমরা গণ-অভ্যুত্থানে দেখেছি, প্রতিটি মিছিলের সামনের সারিতে আমার বোনেরা ছিল। যখন আমাদের মিছিলের সামনে একশ’ জন বোন দাঁড়িয়ে যেত তখন আমরা কয়েক হাজার ভাইয়ের থেকে বেশি সাহস পেতাম। এই একশ’ জন নারীই কিন্তু খুনি হাসিনার কাঁপন ধরিয়ে দিয়েছিল। আমরা স্পষ্ট করে দলের পক্ষ থেকে বলি, রাষ্ট্র এক জিনিস, ধর্ম আরেক জিনিস। রাষ্ট্রকে সব ধর্মকে ধারণ করতে হয়। সব চিন্তা-ধারার মানুষকে ধারণ করতে হয়। এখানে একজন মানুষ চাইলেই তার রীতি-নীতি, বিশ্বাস অন্যজনের ওপর চাপিয়ে দিতে পারে না।
জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন বলেন, নারীর প্রতি সহিংসতার যে পরিস্থিতি বাংলাদেশে দেখছি সেটা গণ-অভ্যুত্থান বিরোধী। দেশের নারীরা নিরাপত্তাহীন অবস্থায় রয়েছে। আমরা বারবার নারীদের নিরাপত্তা নিশ্চিত করার কথা বলেছি। তিনি বলেন, আজকে ছোট্ট শিশু ধর্ষণের ঘটনা দেখছি। এই ধর্ষণের বিচারের জন্য আমাদের রাস্তায় দাঁড়াতে হচ্ছে। আমরা বলতে চাই, দ্রুত সময়ের মধ্যেই অপরাধীদের আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করতে হবে।
আরেক যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুম বলেন, আমাদের সমাজে ধর্ষণ দৈনন্দিন অপরাধের মতো হয়ে গেছে। নারীদের প্রতি সহিংসতা এমন পর্যায়ে চলে গেছে যে চার দিকে শুধু ধর্ষণ হচ্ছে। আজকে নারীদের সামাজিক নিরাপত্তা প্রশ্নবিদ্ধ।
নারী ধর্ষণ ও নির্যাতনের বিরুদ্ধে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বিক্ষোভ সমাবেশে জুলাই আন্দোলনে শহিদ পরিবারের সদস্যরা অংশগ্রহণ করেন। তারা নারীর অধিকার ও নিরাপত্তা নিশ্চিতের বিষয়ে গুরুত্বারোপ করেন।
ঊষার আলো-এসএ