UsharAlo logo
শনিবার, ৫ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২১শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

সরিষাবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল শিক্ষার্থীর

ঊষার আলো
মে ২৫, ২০২২ ১২:৪৩ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট: জামালপুরের সরিষাবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাফিউল ইসলাম (২৩) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার (২৪ মে) বিকেলে উপজেলার পোগলদিঘা ইউনিয়ন এ ঘটনা ঘটে। নিহত রাফিউল ওই এলাকার আব্দুল সালাম মিয়ার ছেলে। সে স্থানীয় যমুনা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ছিল।

হাসপাতাল ও স্থানীয় সূত্র জানায়, ওইদিন সন্ধ্যায় রাফিউল বৈদ্যুতিক লাইন নিয়ে ফ্যানের বাতাসে ধানের চিটা পরিষ্কার করছিল। বিদ্যুতের লাইনে লিকেজ থাকায় দুর্ঘটনাবশত সে বিদ্যুতায়িত হয়ে মাটিতে পড়ে যায়। স্থানীয় ও পরিবারের লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন

পোগলদিঘা ইউনিয়নের ইউপি সদস্য মোস্তাফিজুর রহমান জানান, রাফিউল বৈদ্যুতিক লাইন টেনে ফ্যানের বাতাসে ধানের চিটা পরিষ্কার করছিল। বিদ্যুতের লাইনে লিকেজ ছিল। সেখানেই বিদ্যুতায়িত হয়ে ছেলেটি মারা যায়।

ঊষার আলো-এসএ