ঊষার আলো রিপোর্ট : দেশে গতকালের (শনিবার) তুলনায় আজ সর্বনিম্ন তাপমাত্রা কিছুটা বেড়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রোববার (১ জানুয়ারি) সকালে আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম এ তথ্য জানান।
তিনি বলেন, আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়া ও শ্রীমঙ্গলে ১০ ডিগ্রি সেলসিয়াস। গতকাল তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৮.৭ ডিগ্রি সেলসিয়াস। ২৪ ঘণ্টার ব্যবধানে সর্বনিম্ন তাপমাত্রা বেড়েছে। সর্বশেষ রেকর্ড করা সর্বোচ্চ তাপমাত্রা কক্সবাজার ও টেকনাফে ২৭ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া গত ২৪ ঘণ্টায় দেশের কোথাও কোনো বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি।
তিনি আরও বলেন, গতকাল নীলফামারী, পঞ্চগড় ও শ্রীমঙ্গল জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার এবং তা প্রশমিত হওয়ার পূর্বাভাস ছিল। তবে আজ এসব জেলাসহ অন্যান্য কোনো জেলায় শৈত্যপ্রবাহের পূর্বাভাস নেই।
শাহীনুল ইসলাম বলেন, আগামী ২৪ ঘণ্টায় মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। সেইসঙ্গে দেশের আবহাওয়ার শীত পরিস্থিতিতে উল্লেখযোগ্য কোনো পরিবর্তন হবে না।আগামী ২৪ ঘণ্টায় সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে বলে জানান তিনি।
আবহাওয়ার সিনপটিক অবস্থা তুলে ধরে এই আবহাওয়াবিদ জানান, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। আগামী তিন দিনে দেশের আবহাওয়া পরিস্থিতি সামান্য পরিবর্তন হতে পারে।আজ সকালে ঢাকায় বাতাসের গতিবেগ ছিল উত্তর-পশ্চিম দিকে থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার।
ঊষার আলো-এসএ