UsharAlo logo
রবিবার, ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

সর্বনিম্ন তাপমাত্রা, রেডঅ্যালার্ট জারি করল আবহাওয়া অফিস

usharalodesk
জানুয়ারি ১৩, ২০২৪ ১:০৬ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক :ভারতের দিল্লিবাসী চলতি শীত মৌসুমে সর্বনিম্ন তাপমাত্রার সাক্ষী হলো। শনিবার দিল্লির তাপমাত্রা নামল ৩ দশমকি ৬ ডিগ্রি সেলসিয়াসে। এমন পরিস্থিতিতে দেশটির আবহাওয়া বিভাগ দিল্লি ও আশপাশের এলাকায় রেডঅ্যালার্ট জারি করেছে।

দিল্লি ও ভারতের অন্যান্য অংশে আবহাওয়া সংক্রান্ত পরিস্থিতির কারণে ১৮টি দিল্লিগামী ট্রেন বিলম্বিত হয়েছে। কুয়াশার মধ্যে দৃশ্যমানতা কম থাকায় দিল্লি বিমানবন্দরে বেশ কয়েকটি ফ্লাইট অপারেশন বিলম্বিত হয়।

এদিকে মুম্বাই-গুয়াহাটিগামী ইন্ডিগো এয়ারের একটি প্লেন বাংলাদেশের রাজধানী ঢাকায় জরুরি অবতরণ করেছে। ঘন কুয়াশার কারণে এমন পরিস্থিতি তৈরি হয়।

বলা হয়েছে, গুয়াহাটিতে প্লেনটি অবতরণ করতে ব্যর্থ হয়। এর পর এটি ফিরে এসে ঢাকায় অবতরণ করে।

ঊষার আলো-এসএ