UsharAlo logo
শনিবার, ১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

সর্বাত্মক লকডাউনে বিধিনিষেধ না মানায় ১৪০ জনকে জরিমানা

ঊষার আলো
এপ্রিল ১৫, ২০২১ ১২:৪৮ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : সারা দেশে চলছে দ্বিতীয় দিনের সরকার ঘোষিত ‘সর্বাত্মক লকডাউন’। সরকারি নির্দেশ মেনে খাগড়াছড়িতে বন্ধ রাখা হয়েছে শপিং সেন্টার ও দোকানপাট। বন্ধ রয়েছে সকল ধরনের গণপরিবহন।
তবে কোথাও কোথাও সরকারি বিধিনিষেধ মানছে না অনেকে। উন্মুক্ত স্থানে বাজার বসানোর নির্দেশ থাকলেও তা মানা হচ্ছে না।
লকডাউন কার্যকরে মাঠে কঠোর স্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনা ও জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। লকডাউনে সরকারি বিধিনিষেধ না মানায় ১৪০ জনকে ৪০ হাজার ৩১০ টাকা জরিমানা করা হয়েছে।
লকডাউনে অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে প্রশাসন।

(ঊষার আলো- এম.এইচ)