UsharAlo logo
শনিবার, ১২ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

সর্বোচ্চ বৃষ্টিতে ভিজল ফেনী

ঊষার আলো
সেপ্টেম্বর ১৮, ২০২২ ১২:১৭ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট  : গত ২৪ ঘণ্টায় ফেনীতে সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে। শনিবার (১৭ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে আজ সকাল ৯টা পর্যন্ত জেলায় সর্বোচ্চ ৯৯ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। একইসঙ্গে এই জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৪ ডিগ্রি সেলসিয়াস।রোববার (১৮ সেপ্টেম্বর) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ  মো. মনোয়ার হোসেন এ তথ্য জানান।

বৃষ্টিপাতের তথ্য তিনি বলেন, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম, ঢাকা ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা, বরিশাল ও রাজশাহী বিভাগের দুই-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিজলী চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে মাঝারি ধরনের ভারি বর্ষণ হতে পারে।

আগামী তিন দিনে উত্তর বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঢাকায় আজ বাতাসের গতিবেগ ঘণ্টায় ২৫ থেকে ৩০ কিলোমিটার পর্যন্ত বাড়তে পারে।তাপমাত্রার তথ্যে আবহাওয়াবিদ মনোয়ার হোসেন বলেন, আজ সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আবহাওয়ার সিনপটিক অবস্থার বিষয়ে তিনি বলেন, মৌসুমি বায়ুর অক্ষ রাজস্থান, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তরপশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের অন্যত্র দুর্বল থেকে মাঝারি অবস্থায়
রয়েছে।

ঊষার আলো-এসএ