UsharAlo logo
মঙ্গলবার, ৭ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৩শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

সস্ত্রীক লন্ডন যাচ্ছেন মির্জা ফখরুল

ঊষার আলো- ডেস্ক রিপোর্ট
নভেম্বর ২৮, ২০২৪ ৮:২৬ অপরাহ্ণ
Link Copied!

জাতীয়তাবাদী দল-বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আগামী শনিবার ঢাকা থেকে লন্ডনের উদ্দেশে রওনা হবেন। তাকে স্বাগত জানাতে যুক্তরাজ্য বিএনপির উদ্যোগে প্রস্তুতি সভাও অনুষ্ঠিত হয়েছে।

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক বলেন, মূলত মহাসচিবের স্ত্রী রাহাত আরা বেগমের চিকিৎসার জন্য মহাসচিব লন্ডনে আসছেন ৩০ নভেম্বর। আমি যতটুকু জানি, মির্জা ফখরুল সাহেবের সহধর্মিণীর খুব দ্রুত চিকিৎসা দরকার। এ সফরে অন্তত চার-পাঁচ দিন তিনি থাকবেন।

অবশ্যই ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের সঙ্গে মহাসচিবের সাক্ষাৎ ও বৈঠক হবে। এছাড়া যুক্তরাজ্য বিএনপির পক্ষ থেকে মহাসচিবের সম্মানে বড় পরিসরে একটি সভার আয়োজন করা হবে।

ঊষার আলো এইচআর