UsharAlo logo
সোমবার, ৭ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৩শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

সহকর্মীর টর্চের আঘাতে নৈশ প্রহরী নিহত

ঊষার আলো
নভেম্বর ২৩, ২০২২ ১২:৫২ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট:নারায়ণগঞ্জের আড়াইহাজারে হোসেন আলী নামে এক সহকর্মীর টর্চের আঘাতে মো. হোসেন (৬০) নামে বাজারের এক নৈশ প্রহরী নিহত হয়েছেন।বুধবার (২৩ নভেম্বর) ভোর পৌনে ৪টার দিকে উপজেলার উচিতপুরা বাজারে রুস্তমআলির মুদি দোকানের সামনে এ ঘটনা ঘটে।

নিহত মো. হোসেন উপজেলার আগুয়ান্দী গ্রামের মৃত মো. হাসিবের ছেলে।পুলিশ ও স্থানীয়রা জানায়, উচিতপুরা বাজারে নৈশ প্রহরী হিসেবে বাজার পাহারা দিত মো. হোসেন ও একই গ্রামের মৃত গণি মিয়ার ছেলে হোসেন আলী। প্রতিরাতের মতো মঙ্গলবার রাতেও পাহারারত ছিল দুজন।

বুধবার ভোরের দিকে হঠাৎ দুই হোসেনের মধ্যে বাকবিতণ্ডার এক পর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। এসময় হোসেন আলী তার সহকর্মী মো. হোসেনকে টর্চ লাইট দিয়ে এলোপাতাড়ি আঘাত করলে সে মাটিতে লুটিয়ে পড়ে। আশপাশের লোকজন তাকে উদ্ধার করে আড়াইহাজর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক মো. হোসেনকে (৬০) মৃত ঘোষণা করেন।

লাশ ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেছে পুলিশ।ঘটনার সত্যতা নিশ্চিত করে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক হাওলাদার জানান, এ ব্যাপারে হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

ঊষার আলো-এসএ