ঊষার আলো রিপোর্ট : দুর্নীতির সঙ্গে জড়িত রাঘব-বোয়ালরা এখন অবৈধভাবে অর্জন করা অর্থ-সম্পদ পরিবারের সদস্য, স্বজনের পাশাপাশি জমা করছে বন্ধু-বান্ধব ও সহকর্মীদের নামে। এই প্রবণতাকে বিপজ্জনক হিসেবে দেখছে দুদক আইনজীবী। আইনের চোখ ফাঁকি দিতে এমন অপকৌশল বন্ধে আয়কর বিভাগ, আর্থিক গোয়েন্দা সংস্থা ও দুদককে আরো তৎপর হওয়ার পরামর্শ দিয়েছে বিশেষজ্ঞরা।
ওয়ান-এলিভেনের সময় দুর্নীতির যে অর্ধশতাধিক মামলা হয়েছিল অধিকাংশ ক্ষেত্রেই সংশ্লিষ্ট ব্যক্তির পাশাপাশি স্ত্রী, মেয়েকেও আসামি করা হয়েছিল। অনেক মামলাতে শাশুড়ি ও শ্বশুরকেও দাঁড় করানো হয়েছিল আদালতের কাঠগড়ায়। আয়ের কোনো উৎস না থাকলেও তাদের অ্যাকাউন্টে মিলেছিল কোটি কোটি টাকার লেনদেনের তথ্য।
সময়ের পরিবর্তনে কৌশল বদলেছে দুর্নীতিবাজরা। দুদক সংশ্লিষ্টরা বলছেন, এখন তারা ব্যবহার করছে অফিসের সহকর্মী, বান্ধবী কিংবা বিশ্বস্ত কাউকে। কিনছে বেনামী সংম্পত্তি। উড়াচ্ছেন নগদ অর্থ।
সাম্প্রতিক সময়ে সাবেক এমপির পাপুলের দুর্নীতির তদন্তে নেমে শ্যালিকার অ্যাকাউন্টে ১৪৮ কোটি ৪১ লাখ টাকা পাওয়া কিংবা পিকে হালদারের বান্ধবী অবন্তিকা বড়াল, নাহিদা রুনাই ও শুভ্রা রাণী ঘোষের নামে মিলেছে কোটি কোটি টাকার অনিয়মের তথ্য। অভিযোগ রয়েছে- তাদের পেছনে দুর্নীতির কাড়ি-কাড়ি টাকা ঢেলেছে পিকে হালদার।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) খুরশীদ আলম খান বলেছেন, দুর্নীতির এই ধরন দিন দিন বিপজ্জনক হয়ে উঠছে। এখন তারা ব্যবহার করছে অফিসের সহকর্মী, বান্ধবী কিংবা বিশ্বস্ত কাউকে। কিনছে বেনামী সংম্পত্তি। উড়াচ্ছেন নগদ টাকা।
দুর্নীতিবাজদের অপকৌশল বন্ধে আয়কর বিভাগ ও আর্থিক গোয়েন্দা সংস্থাকে আরো তৎপর হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের।
দুর্নীতি দমন কমিশনের সাবেক পরিচালক (আইন শাখা) মইদুল ইসলাম বলেছেন, বিভিন্ন ব্যাংক ও ফিন্যান্সিয়াল যেসব প্রতিষ্ঠান রয়েছে তাদের রিপোর্টগুলো ঠিকভাবে হচ্ছে কি-না সেগুলোর দিকে নজর দেয়া জরুরি।
এ ছাড়া দুর্নীতির ধরন পরিবর্তন হওয়ায় অপরাধী ধরতে দুদককে আরো কৌশলী হওয়ার পরামর্শ দিয়েছে সংশ্লিষ্টরা
(ঊষার আলো- এম.এইচ)