UsharAlo logo
মঙ্গলবার, ২২শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

সাঁতার কাটতে নেমে দিঘিতে উপ-কর কমিশনারের মৃত্যু

koushikkln
মে ৪, ২০২২ ৮:১৯ অপরাহ্ণ
Link Copied!

ঊষারআলো ডেস্ক: নোয়াখালীর চাটখিল উপজেলায় সাঁতার কাটতে গিয়ে ডুবে দিঘিতে উপ-কর কমিশনার ওমর ফারুক মাসুমের (৩৫) মৃত্যু হয়েছে। বুধবার (৪ মে) দুপুরে উপজেলার খিলপাড়া ইউনিয়নের মল্লিকা দিঘিতে এ দুর্ঘটনা ঘটে।
মাসুম উপজেলার খিলপাড়া ইউনিয়নের কালিকাপুর গ্রামের কাশেম আলী মিছাব বাড়ির মৃত ফজলুর রহমানের ছেলে। তিনি ৩১তম বিসিএসের কর্মকর্তা ও উপ-কর কমিশনার হিসেবে ঢাকায় কর্মরত ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, তিনি ছয় বন্ধু ও এক সহকর্মীসহ স্থানীয় মল্লিকা দিঘিতে গোসল করতে নেমে নিজেই সাঁতার কেটে মাঝখানে যান। পরে বন্ধু ও সহকর্মীরা ফিরে আসতে পারলেও ওমর ফারুক মাসুম দিঘির মাঝখান থেকে আর ফিরে আসতে পারেননি।
খবর পেয়ে খিলপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় দিঘিতে তল্লাশি চালিয়ে
তার লাশ উদ্ধার করেন।
জেলা পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম বলেন, বন্ধুরা তীরে ফিরলেও ওমর ফারুক মাসুম ফিরতে পারেননি। তার সন্ধানে দিঘিতে ফায়ার সার্ভিসের সদস্যরা স্থানীয়দের সহযোগিতায় তল্লাশি চালিয়ে বিকাল ৫টার দিকে লাশ উদ্ধার করে।