UsharAlo logo
শুক্রবার, ১১ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

সাংবাদিকদের গ্রেফতার করছে মিয়ানমারের সামরিক সরকার

ঊষার আলো
আগস্ট ২২, ২০২১ ৬:৫২ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : মিয়ানমারের সামরিক সরকার আরও দুই সাংবাদিককে গ্রেফতার করেছে। গতকাল শনিবার দেশটির সরকারি টেলিভিশন চ্যানেলে এ তথ্য জানিয়েছে।

গত পহেলা ফেব্রুয়ারি সামরিক অভ্যুত্থানের পর মিয়ানমারে কয়েক ডজন সাংবাদিককে গ্রেফতার করেছে নিরাপত্তা বাহিনী।

মিয়ানমারের এক টিভি জানায়, সংবাদমাধ্যম ফ্রন্টিয়ার মিয়ানমারের কলাম লেখক ও ভয়েস অব আমেরিকা রেডিওর আলোচক সিথু অং মিন্ট এবং বিবিসি মিডিয়া অ্যাকশনের ফ্রিল্যান্স প্রোডিউসার হতেত হতেত খাইনকে ১৫ আগস্ট গ্রেফতার করা হয়েছে। সিথুর বিরুদ্ধে দেশদ্রোহ এবং মিথ্যা তথ্য প্রচারের অভিযোগ আনা হয়েছে। তিনি জান্তার সমালোচনা করতেন ও বেআইনি বিরোধী দলগুলোর ডাকা ধর্মঘটে যোগ দিতে মানুষদের আহ্বান জানাতেন।

হতেতের বিরুদ্ধে অভিযোগ যে, তিনি সিথুকে আশ্রয় দিয়েছেন ও জান্তার বিরোধী জাতীয় ঐক্যের সরকারকে সমর্থন করতেন।

অভ্যুত্থানের পর সেনাবাহিনী অনেক সংবাদমাধ্যমেরই লাইসেন্স বাতিল করেছে। জান্তার দাবি কোনো মিথ্যা তথ্য প্রচার বা জনঅসন্তোষ তৈরি করে এমন সংবাদ প্রচারের সুযোগ তারা দেবে না।

গত মাসে হিউম্যান রাইটস ওয়াচ জানায়, অভ্যুত্থানের পর সেনা সরকার মোট ৯৮ জন সাংবাদিককে গ্রেফতার করেছে। এদের মধ্যে ৪৬ জন এখন পর্যন্ত কারাগারে আছেন।

(ঊষার আলো-এফএসপি)