ঊষার আলো ডেস্ক : বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) সাবেক ব্যবস্থাপনা সম্পাদক হামিদুজ্জামান রবি (৭৪) আর নেই। তিনি সোমবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি…. রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলেসহ আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও সহকর্মী রেখে গেছেন।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ছেলে সাকিব জানান, তার বাবার অক্সিজেন লেভেল কমায় তাকে রাজধানীর শংকরে ইবনে সিনা হাসপাতালে নেওয়া হলে সন্ধ্যায় তার মৃত্যু হয়। রবির মৃত্যুতে বাসসের ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান সম্পাদক আবুল কালাম আজাদ শোক ও দুঃখ প্রকাশ করেছে।
(ঊষার আলো-আরএম)