UsharAlo logo
শনিবার, ৫ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২১শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

সাংবাদিক হাসান শাহরিয়ারের ইন্তেকাল

ঊষার আলো
এপ্রিল ১০, ২০২১ ৬:৩৫ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : জাতীয় প্রেসকাবের সাবেক সভাপতি ও দৈনিক ইত্তেফাকের সাবেক নির্বাহী সম্পাদক হাসান শাহরিয়ার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি……রাজিউন)। শনিবার (১০ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় তিনি রাজধনীর ইমপালস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। জাতীয় প্রেসকাবের সাধারণ সম্পাদক ইলিয়াস খান এ বিষয়টি জানিয়েছেন।

জাতীয় প্রেসকাবের যুগ্ম সম্পাদক মাঈনুল আলম বলেন, বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে হাসান শাহরিয়ারের অবস্থার অবনতি হলে তাকে রাজধানীর ইমপালস হাসপাতালে ভর্তি করা হয়। করোনার উপসর্গ ছিল তার। কিন্তু করোনা পরীা করা হলে রিপোর্ট নেগেটিভ আসে। হাসান শাহরিয়ারের মৃত্যুতে গভীর শোক এবং দুঃখ প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

শনিবার এক শোক বার্তায় ড. মোমেন জানান, ‘সাংবাদিকতায় হাসান শাহরিয়ারের অবদান এ দেশের মানুষ চিরদিন স্মরণ রাখবে। তার এ মৃত্যুতে একজন বিশিষ্ট সাংবাদিককে হারালাম আমরা। ড. মোমেন মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন ও তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। এদিকে, তার মৃত্যুতে গভীর শোক ও আন্তরিক দুঃখ প্রকাশ করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান।