ক্রীড়া ডেস্ক : নিতিশ রানা ও রাহুল ত্রিপাঠির দূরন্ত ব্যাটিংয়ে আইপিএলে নিজেদের উদ্বোধনী ম্যাচেই জয় পেল সাকিব আল হাসানের কলকাতা নাইট রাইডার্স। এবারের আইপিএলে সাকিব আল হাসানের বোলিংয়ে সূচনাটা ছিলো দুর্দান্ত।
জয়ের সেঞ্চুরি ও শুভ সূচনা এনে দেওয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানসহ দলের অন্যান্য খেলোয়াড়দের প্রশংসায় ভাসিয়েছেন বলিউড বাদশা শাহরুখ খান।
বলিউড কিংবদন্তি তার অফিশিয়াল ফেসবুক পেজে কলকাতা নাইট রাইডার্সের পোস্ট শেয়ার করে লেখেন, আইপিএলে ১০০তম ম্যাচ জয়ে খুব ভালো লাগছে। ওয়েল ডান বয়েজ…কলকাতা নাইট রাইডার্স। প্রাসিধ কৃষ্ণ, দিনেশ কার্তিক, নিতীশ রানা, রাহুল (ত্রিপাঠী), আন্দ্রে রাসেল, হরভজন সিং (অল্প হলেও আপনাদের দেখতে ভালো লাগে)। সাকিব আল হাসান, প্যাট কামিন্স আসলে সবাইকে দেখতে খুব ভালো লাগছিল।
কলকাতার পর সেঞ্চুরির সামনে দাঁড়িয়ে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। এবারের আসরে ৮টি জয় পেলেই পূরণ হবে তাদের সেঞ্চুরি। একইসঙ্গে তিনটি ম্যাচ খেললে দ্বিতীয় দল হিসেবে ২০০ ম্যাচ খেলার রেকর্ড হবে ব্যাঙ্গালুরুর।
প্রসঙ্গত, চেন্নাইয়ে আইপিএলের তৃতীয় ম্যাচে জয় পেয়েছে কলকাতা নাইট রাইডার্স। টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে ১০ রানে হেরেছে সানরাইজার্স হায়দ্রাবাদ। কলকাতার হয়ে টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান শেষ দিকে ব্যাট করতে নেমে ৩ রান ও বল হাতে নেন ১ উইকেট।
(ঊষার আলো-এমএনএস)