UsharAlo logo
রবিবার, ৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২২শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সাকিব-তামিমদের এবারের ঈদ

koushikkln
মে ২, ২০২২ ৮:১৫ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক: সাধারণত ক্রিকেট ব্যস্ততার কারণে ঈদটা ঠিকমতো পালন করা হয় না তামিম ইকবাল-মুশফিকুর রহিমদের। এবারও পরিস্থিতিটা প্রায় একইরকম। ঈদের পরই শুরু হচ্ছে শ্রীলঙ্কা টেস্ট সিরিজ। এরআগে কিছু দিন বিরতি থাকায় এবার পরিবারের সঙ্গে ঈদ পালনের সুযোগ পাচ্ছেন তারা।
সম্প্রতি ঘরোয়া ক্রিকেট লীগ শেষ হওয়ায় ঈদের ছুটিটা পুরোপুরি নির্বিঘ্নেই কাটানোর সুযোগ পাচ্ছেন মুশফিক-মাহমুদউল্লাহরা। তাই তো মুশফিক এরইমধ্যে ঈদ করতে দেশের বাড়ি বগুড়ায় গেছেন। টি-টোয়েন্টি অধিনায়ক অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদও চলে গেছেন ময়মনসিংহে।
সিনিয়র ক্রিকেটারদের মধ্যে তামিম ইকবালই ঢাকাতেই ঈদ করছেন। সাকিব আল হাসানের ঈদের দিন যাওয়ার কথা তার নিজ জেলা মাগুরায়। টেস্ট অধিনায়ক মুমিনুল অবশ্য গত রবিবার বিকালে কক্সবাজারে চলে গেছেন। নিজ জেলার বৈদ্যঘোনায় ঈদ পালন করবেন খেলা শুরুর আগে।
এছাড়া টেস্ট দলের অন্যতম সদস্য বাঁহাতি স্পিনার তাইজুল ঈদের ছুটিতে গেছেন নিজ জেলা রাজশাহীতে। সুযোগ পেয়ে এবার একটু আগেই চলে গেছেন। তবে মেহেদী হাসান মিরাজ ঈদ কাটাবেন বরিশালে।
ডিসেম্বরে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক করা মাহমুদুল হাসান জয়ের এবারের ঈদটা একটু বিশেষই হতে যাচ্ছে। জাতীয় দলের মঞ্চে সুযোগ পাওয়ার পর অন্যরকম এক ভাললাগা নিয়ে তিনি এবারের ঈদ করবেন নিজ জেলা চাঁদপুরে।
সাবেক অধিনায়ক নড়াইল এক্সপ্রেস মাশরাফি বিন মুর্তজা অবশ্য এবার ঢাকাতেই ঈদ করতে মনস্থির করেছেন। লিগ শেষ হওয়ায় এবার ঈদের ছুটিটা এখানেই কাটানোর পরই যাবেন নড়াইলে।

ঈদের পরই শুরু হয়ে যাবে জাতীয় দলের ক্যাম্প। দুই টেস্ট খেলতে আগামী ৮ মে ঢাকায় পা রাখবে শ্রীলঙ্কা। একই দিন ক্যাম্প শুরু হবে মুমিনুলদেরও। ওই দিন সবার চট্টগ্রাম চলে যাওয়ার কথা রয়েছে। সেখানেই ১৫ মে অনুষ্ঠিত হবে দুই দলের প্রথম আন্তর্জাতিক টেস্ট।