UsharAlo logo
শনিবার, ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

সাজেকে কলাবোঝাই গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ২

usharalodesk
আগস্ট ১৭, ২০২২ ১:১৭ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে একটি কলাবোঝাই গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে দুজন নিহত হয়েছেন। বুধবার (১৭ আগস্ট) সকালে বাঘাইহাট-সাজেক সড়কের নাঙ্গলমারা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বাঘাইছড়ি উপজেলার বঙ্গতলী ইউনিয়নের করেঙ্গাতলী এলাকার কাঁচামাল ব্যবসায়ী ইলিয়াছ হোসেন (৪৫) এবং সাজেক মাচালং এলাকার দিনমজুর অনন্ত ত্রিপুরা (৪০)।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে মাচালং বাজার থেকে একটি কলাবোঝাই গাড়ি বাঘইহাটে আসার পথে নাঙ্গলমারা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ে ধাক্কা লেগে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় মরদেহ দুটি উদ্ধার করে।

সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সকালে একটি কলাবোঝাই গাড়ি উল্টে গেছে বলে শুনি। খবর পেয়ে আমাদের টিম ঘটনাস্থলে পৌঁছে এবং স্থানীয়দের সহায়তায় দুজনের মরদেহ উদ্ধার করে। তবে গাড়ির চালক পলাতক রয়েছেন। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হবে।

ঊষার আলো-এসএ