UsharAlo logo
রবিবার, ১২ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

সাতক্ষীরার শ্যামনগরে ভোগদখলীয় জমিতে প্রতিপক্ষের হামলা

koushikkln
জুন ৩০, ২০২১ ১০:৩৬ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো প্রতিবেদক : সাতক্ষীরার শ্যামনগরে ধুমগ্রামে বিকাশ কান্তি সরদারের মালিকাধীন জমিতে হামলা চালিয়েছে প্রতিপক্ষরা। এ সময় সশস্ত্র ব্যক্তিরা জমিতে থাকা গাছগাছালি ক্ষতিসাধণ করে। ১৯৮৬ সাল থেকে বিকাশ সরদার ওই জমি ভোগ করে আসছিলেন।

বুধবার (৩০জুন) দুপুরে এ ঘটনা ঘটে। এ নিয়ে ভুক্তভোগীদের মধ্যে আতংক বিরাজ করছে।

বিকাশ কান্তি সরদারের স্বজনরা জানান, তারা ধুমগ্রামের ১৩২ নং খতিয়ানে ২৫৩২ হাল দাগে ৯২ শতক জমির মধ্যে বিকাশ সরদার ৭৩ শতক জমির জমির ক্রয় সূত্রে মালিক। একই গ্রামের হরেন্দ্র নাথ মন্ডল ওই সম্পত্তি বিনা নোটিশে নিজ নামে রেকর্ড করেন। এ ঘটনায় বিকাশ কান্তি সরদার ৩০ ধারায় আপত্তি দেন। তিনি (বিকাশ কান্তি) ১৯৮৬ সালে ক্রয় করার পর থেকে ভোগ করে আসছেন। ভূমি কর্মকর্তা বিষয়টি নিজে তদন্ত করে ১৯৯৪ সালে হরেন্দ্র নাথ মন্ডলের নামে ২ শতক ও বাকী জমি বিকাশ কান্তি সরদারের নামে রেকর্ড দেন। ২০১৪ সালে হরেন্দ্র নাথ নিজেদের নামে রেকর্ড করার জন্য ডিসপিউট দেয়। তখনও সেটেলমেন্ট অফিসার নিজে তদন্ত করে পূর্বের রায় বহাল রাখেন। এরপর থেকেই প্রতিপক্ষরা নানাভাবে হয়রানি করে আসছেন। সর্বশেষ চলতি বছরের গত ৮ এপ্রিল জমিতে থাকা পুকুরটি সংস্কারের কাজ শুরু করেন বিকাশ সরদারের স্বজনরা। বেলা ১১ টার দিকে তিন চার জন পুলিশ সদস্য এসে বলল পুকুর কাটানো বন্ধ করে দিতে হবে।  কারণ জিজ্ঞেস করলে পুলিশ ডাক্তার মধুসূদন মন্ডল ৯৯৯ এ কল করে অভিযোগ জানিয়েছেন বলে জানান। আইনের প্রতি সম্মান জানিয়ে তারা কাজ বন্ধ রাখেন। পুলিশ কাগজপত্র দেখে বিষয়টি মীমাংসা করতে বলেন। কিন্তু এখনও পর্যন্ত সমস্যার সমাধান হয়নি। এ অবস্থায় বুধবার মধুসূদন মন্ডল ও শিশির কুমার মন্ডল এর নির্দেশে তার সেজো ভাই মাধব কৃষ্ণ মন্ডল এবং চাচাতো ভাই রবীন্দ্রনাথ মন্ডলের নেতৃত্বে ওই জমিতে তাণ্ডব চালানো হয়। এ নিয়ে তারা আতংকে দিন কাটাচ্ছেন। তারা এ ঘটনা সমাধানের জন্য আইন-শৃঙ্খলা বাহিনীর কাছে আবেদন জানিয়েছেন।