UsharAlo logo
শনিবার, ৪ঠা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

সাতক্ষীরায় জামায়াতের মিছিল, আটক ১৬

usharalodesk
ডিসেম্বর ২৪, ২০২২ ১:১২ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহাল, নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনসহ ১০ দফা দাফিতে সাতক্ষীরায় বিক্ষোভ করেছে জামায়াত ইসলামী। এসময় দলটির ১৬ নেতাকর্মীকে আটক করে পুলিশ। একই সঙ্গে জব্দ করা হয় পাঁচটি ককটেল।

শনিবার (২৪ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে শহরের হাটের মোড় থেকে মিছিলটি বের হয়। সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফখরুল আলম খান বলেন, জামায়াত-শিবিরের নেতাকর্মীরা সকালে নশকতা সৃষ্টির চেষ্টা করলে পুলিশ তাদের বাধা দেয়।

পরে ঘটনাস্থল থেকে ১৬ জামায়াত-শিবির নেতাকর্মীকে আটক করা হয়েছে। এসময় পাঁচটি ককটেল, ব্যানার, লাঠি জব্দ করা হয়।তিনি আরও জানান, আটককৃতদের  বিরুদ্ধে সাতক্ষীরা সদর থানায় মামলার প্রস্তুতি চলছে।

ঊষার আলো-এসএ