UsharAlo logo
রবিবার, ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

সাতক্ষীরায় হিন্দু, বৌদ্ধ, খ্রীস্টান ঐক্য পরিষদের অনশন

usharalodesk
অক্টোবর ২২, ২০২২ ৩:৪৬ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট: ‘ধর্মীয় রাষ্ট্র নয়, ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র চাই’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাম্প্রদায়িক সহিংসতা চিরতরে বন্ধ ও ২০১৮ সালে সরকারি দলের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নসহ ৭ দফা দাবিতে শনিবার (২২ অক্টোবর) সাতক্ষীরা সকাল-সন্ধ্যা গণ অনশন কর্মসুচি পালন করছে হিন্দু, বৌদ্ধ, খ্রীস্টান ঐক্য পরিষদ।

বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রীস্টান ঐক্য পরিষদ সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে পুরাতন সাতক্ষীরা মায়ের বাড়ি মন্দির প্রাঙ্গণে এই গণঅনশন কর্মসুচির আয়োজন করা হয়।

সংগঠনটির সাধারণ সম্পদক স্বপন কুমার শীলের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পদক বিশ্বনাথ ঘোষ, জেলা মন্দির যুব সমিতির সভাপতি অমিত কুমার ঘোষ, জেলা মন্দির সমিতির সহ-সম্পদক সনজিত ব্যাণার্জী প্রমুখ।

গণঅনশনে হিন্দু-বৌদ্ধ-খ্রীস্টান ঐক্য পরিষদ, পুজা উদযাপন পরিষদ, যুব ঐক্য পরিষদ, দলিত পরিষদ, হরিজন ঐক্য পরিষদ সাতক্ষীরা জেলা শাখার সদস্যরা অংশগ্রহণ করেন ।

বক্তারা এ সময় সাম্প্রদায়িক সহিংসতা চিরতরে বন্ধ ও ২০১৮ সালে সরকারি দলের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নসহ ৭ দফা দাবি বাস্তবায়নের জন্য সরকারের কাছে জোর দাবী জানান।

ঊষার আলো-এসএ