UsharAlo logo
শুক্রবার, ৫ই জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ | ২১শে আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ

সাদিক এগ্রোর প্রতারণার সূত্র ধরে বিমানবন্দর কাস্টমসে দুদক

ঊষার আলো ডেস্ক
জুলাই ২, ২০২৪ ৮:০৯ অপরাহ্ণ
Link Copied!

আলোচিত সাদিক অ্যাগ্রোতে কীভাবে জব্দ করা আমদানি নিষিদ্ধ ব্রাহমা গরু গেল সেই সন্ধানে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কাস্টমসে অভিযান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার দুপুরে এই অভিযান শুরু হয়। এর আগে সোমবার অনৈতিক সুবিধা দেয়ার অভিযোগে সাভারের সরকারি প্রতিষ্ঠান কেন্দ্রীয় গো প্রজনন ও দুগ্ধ খামারে অভিযান চালায় দুদক। দরপত্র জালিয়াতিসহ নানা দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখে দুদকের সদস্যরা।

আলোচিত ছাগলকাণ্ডে আলোচনায় আসেন সাদিক অ্যাগ্রোর মালিক ইমরান হোসেন। এর মধ্যেই ঢাকা শহরের মোহাম্মদপুরে সাদিক অ্যাগ্রোর অবৈধ অংশ উচ্ছেদ করেছে সিটি করপোরেশন।

সাদিকের ইমরান হোসেনের বিরুদ্ধে অবৈধভাবে দেশের গরু আনার অভিযোগ রয়েছে। ২০২১ সালে ১৮টি জাল কাগজপত্র তৈরি করে আমেরিকান ব্রাহমা জাতের গরু দেশে আনেন ইমরান।