ঊষার আলো ডেস্ক : লিবিয়ার পূর্বাঞ্চলীয় যুদ্ধবাজ নেতা জেনারেল খলিফা হাফতারের ছেলে সাদ্দাম হাফতারের সাথে সম্প্রতি গোপনে ইসরাইলের গোয়েন্দা কর্মকর্তারা সাক্ষাৎ করেছেন। ১ এপ্রিল প্রকাশিত যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম ওয়াশিংটন ফ্রি বেকনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
সাদ্দাম হাফতার ডিসেম্বরে অনুষ্ঠিত লিবিয়ায় প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ওই প্রতিবেদনে বলা হয়, সাদ্দাম হাফতার লিবিয়া শাসনে পশ্চিমা সমর্থন লাভের চেষ্টা করছেন। এই বিষয়ে ‘সমর্থনের সংকেত’ হিসেবে লিবিয়ায় সাদ্দাম হাফতারের সাথে সাক্ষাত করেন ইসরাইলি কর্মকর্তারা।
ইসরাইলি কর্তৃপক্ষ এই বিষয়ে মন্তব্য করতে অস্বীকার করলেও ফ্রি বেকন বৈঠকের সাথে সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে জানায়, ইসরাইলি কর্মকর্তারা সাদ্দাম হাফতারের সাথে আঞ্চলিক পরিস্থিতি ও স্থিতিশীলতার বিষয়ে আলোচনা করেন।
ওই সূত্র দাবি করে, ইসরাইলি কর্মকর্তারা সাদ্দাম হাফতারকে সমর্থনের কথা জানান।
সাদ্দাম হাফতার ডিসেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে লিবিয়ার সাবেক একনায়ক মুয়াম্মার গাদ্দাফির ছেলে সাইফ আল-ইসলামের সাথে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
জেনারেল খলিফা হাফতার ১৯৬৯ সালে লিবিয়ায় অভ্যুত্থানে গাদ্দাফিকে সহায়তা করেন। কিন্তু ১৯৮৭ সালে শাদে লিবিয়ার অভিযানে গিয়ে বন্দী হওয়ার পর হাফতারকে ত্যাগ করেন গাদ্দাফি। পরে যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় বসবাস শুরু করেন হাফতার। ২০১১ সালে গাদ্দাফির বিরুদ্ধে বিক্ষোভ শুরু হলে লিবিয়ায় ফেরেন তিনি।
গাদ্দাফি পরবর্তী লিবিয়ায় নিজেকে প্রভাবশালী অবস্থানে নিয়ে যান খলিফা হাফতার এবং বিভক্ত লিবিয়ার পূর্বাঞ্চলের কার্যকর শাসকে পরিণত হন তিনি। সূত্র : জেরুসালেম পোস্ট
(ঊষার আলো-এমএনএস)