UsharAlo logo
রবিবার, ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

সাপের দংশনের পর হাসপাতাল হতে কবিরাজের কাছে, কৃষকের মৃত্যু

usharalodesk
মার্চ ১১, ২০২১ ৫:৪১ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : যশোরের চৌগাছায় সাপের দংশনের কারণে রফিকুল ইসলাম ওরফে সন্তশ (৫৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। তাকে প্রথমে হাসপাতালে নেয়া হয়েছিল। ওখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে করিরাজের কাছে নেয়া হয়। পরে বুধবার (১০ মার্চ) রাত ৮টার দিকে তিনি মারা যান। মৃত রফিকুল উপজেলার নারায়ণপুর ইউনিয়নের বাটিকামারি গ্রামের মাওলা বক্সের ছেলে।

গ্রামের বাসিন্দা প্রভাষক আলমগীর হোসেন জানিয়েছেন, রফিকুল বুধবার দুপুরে ধানক্ষেত দেখতে মাঠে গিয়েছিলেন। ক্ষেতের আইল দিয়ে হাঁটার সময় এক বিষধর সাপ তাকে দংশন করে। তারপর স্থানীয়রা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

হাসপাতালে প্রাথমিক পরীক্ষার পরে চিকিৎসকরা বলেন, তাকে বিষধর সাপ দংশন করেছে। উপজেলা শহরে সাপে কাটা রোগীর তেমন চিকিৎসা সুবিধা না থাকায় তাকে যশোরে রেফার করা হয়। তবে রোগীর স্বজনরা তাকে যশোরে না নিয়ে কবিরাজের কাছে নিয়ে যায়। কবিরাজের ঝাড়ফুঁকে ব্যর্থ হলে রোগীকে আবারও চৌগাছা সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

মেডিকেল অফিসার মাসুম বিল্লাহ বলেন, রোগীর স্বজনরা চরম এক অবহেলা করেছেন। রোগীকে যশোর জেনারেল হাসপাতালে না নিয়ে গিয়ে কবিরাজের কাছে নেওয়া হয়। রাত ৮টার দিকে যখন তাকে হাসপাতালে নিয়ে আসা হয়, ততক্ষণে তিনি মারা যান।

(ঊষার আলো-এফএসপি)