UsharAlo logo
শনিবার, ১২ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

সাফ জয়ী নারী ফুটবলারদের রাজসিক সংবর্ধনা

koushikkln
সেপ্টেম্বর ২১, ২০২২ ৩:০৪ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ক্রীড়া প্রতিবেদক : লাখো মানুষের ভালবাসায় সিক্ত হলেন সাফ জয়ী নারী ফুটবলাররা। বুধবার (২১ সেপ্টেম্বর) শাহজালাল বিমান বন্দর থেকে বাফুফে ভবন পর্যন্ত ছাদখোলা বাসে চড়িয়ে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। প্রথমবারের মতো নারীরা সাফের শিরোপা জিতেছে। দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্বের পুরস্কার জিতে নারীরা বুধবার দেশে ফিরেছেন। বিমানবন্দরেই তাদের দেওয়া হয় রাজসিক সংবর্ধনা।

বিমানবন্দর থেকে ছাদখোলা বাসে তাদের নিয়ে আসা হয় বাংলাদেশ ফুটবল ফেডারেশনে (বাফুফে)। দীর্ঘ পথ যাত্রায় রাস্তার দুই পাশে দাঁড়িয়ে ফুটবল ভক্ত, সমর্থকরা খেলোয়াড়দের অভিনন্দন জানিয়েছেন। তাদের ভালোবাসায় সিক্ত হয়েছেন সাবিনা, সানজিদারা।

সাফের শিরোপা হাতে নিয়ে সাবিনা খাতুন বলেছিলেন, ‘এই শিরোপা বাংলাদেশের সবার।’ দেশে ফিরে সেই কথা আরও একবার বললেন বাংলাদেশ নারী ফুটবলের পোস্টার গার্ল, ‘বাংলাদেশের ১৬ কোটি মানুষ বলুন বা ১৮ কোটি কিংবা ২০ কোটি, এই ট্রফি বাংলাদেশের সব মানুষের।’

দেশে ফিরে সকালের এমন ভালোবাসায় অভিভূত বাংলাদেশের অধিনায়ক। বিমানবন্দরেই সেই অনুভূতিতে সাঁতার কাটলেন, ‘আমাদের মেয়েদের জন্য আজকের এই রাজকীয় আয়োজন করায় মাননীয় ক্রীড়া প্রতিমন্ত্রী, বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন স্যারকে কৃতজ্ঞতা জানাচ্ছি। আমাদের এই পথচলা আসলে অনেক দিনের। ২০১২ সালে এই পরিবর্তন শুরু করেছিলেন আমাদের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ, পরে তা রূপ দেন কাজী সালাউদ্দিন স্যার। সেটার প্রেক্ষিতেই আজ আমাদের এই অর্জন।’