UsharAlo logo
রবিবার, ১৩ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

সাবেক প্রতিমন্ত্রী আফসার উদ্দিন আর নেই

ঊষার আলো
নভেম্বর ১৭, ২০২১ ১১:৩৪ পূর্বাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : সাবেক গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী অ্যাডভোকেট আফসার উদ্দিন আহমদ খান আর নেই। মঙ্গলবার (১৬ নভেম্বর) রাতে তিনি ঢাকার নিজ বাসায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি……রাজিউন)।

মৃত্যুকালে তার মৃত্যু হয়েছিলো ৮১ বছর। আজ (বুধবার) বিকেল সাড়ে ৪টায় মরহুমের জানাজার নামাজ কাপাসিয়ার উপজেলার দরদরিয়া নিজ বাড়িসংলগ্ন দরদরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।

তিনি গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার দরদরিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতা মৌলভী মো. ইয়াসিন খান ও মাতা মেহেরুননেসা খান। আফসার উদ্দিন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী শহীদ তাজউদ্দীন আহমদের ছোট ভাই।

১৯৯৬ সালের ৭ম জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে গাজীপুর-৪ (কাপাসিয়া) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন তিনি। ১৯৯৬ সালে গৃহায়ন এবং গণপূর্ত প্রতিমন্ত্রী মনোনীত হন। তবে এর মাত্র ৬ মাস পরই পদত্যাগ করেন তিনি।

(ঊষার আলো-আরএম)