UsharAlo logo
বৃহস্পতিবার, ১৯শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৪ঠা পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

সাভারে গাড়িচাপায় পুলিশ কর্মকর্তার মৃত্যু

usharalodesk
মার্চ ৭, ২০২১ ১১:৫৩ পূর্বাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : সাভারে টঙ্গী-আশুলিয়া-ইপিজেডে সড়কে অজ্ঞাত পরিবহনের চাপায় মোনায়েম হোসেন নামে শিল্প পুলিশের ১ উপপরিদর্শকের (এসআই) মৃত্যু হয়েছে।
৭ মার্চ রোববার ভোরে টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কের নরসিংহপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত মোনায়েম হোসেন আশুলিয়া শিল্প পুলিশ-১-এর উপপরিদর্শক (এসআই) হিসেবে কর্মরত ছিলেন। তবে তাৎক্ষণিকভাবে বিস্তারিত পরিচয় জানাতে পারেনি পুলিশ।
আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) ফরিদুল আলম জানান, মোনায়েম নরসিংহপুর এলাকায় বান্দু গার্মেন্টসের ইন্ডাস্ট্রিয়াল পুলিশ ক্যাম্পে কর্মরত ছিলেন। ভোরে হয়তো তিনি নামাজ শেষে করে ক্যাম্পে ফিরতে সড়ক পারাপারের চেষ্টা করছিলেন। এ সময় বেপরোয়া গতিতে একটি অজ্ঞাত পরিবহন তাকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই ওই পুলিশ কর্মকর্তার মৃত্যু হয়েছে।
তিনি আরো বলেছেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। একই সঙ্গে ঘাতক পরিবহনটিও শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে।

 

 

 

(ঊষার আলো-এম.এইচ)