UsharAlo logo
শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সাভারে স্মৃতিসৌধের লেক থেকে শিশুর মরদেহ উদ্ধার

usharalodesk
জানুয়ারি ১৪, ২০২৩ ১০:৩৮ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : সাভারের জাতীয় স্মৃতিসৌধের লেক থেকে আলাউদ্দিন (৭) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শিশুটির শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন রয়েছে।

শনিবার (১৪ জানুয়ারি) বিকেলে জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণের লেক থেকে ওই শিশুর মরদেহ উদ্ধার করা হয়।

নিহত আলাউদ্দিনের বাবার নাম আব্দুল আজিজ। পরিবারের বিস্তারিত ঠিকানা পাওয়া যায়নি। তবে সৌধ প্রাঙ্গণে সে ভিক্ষা করতো বলে জানা গেছে।

পুলিশ জানায়, স্থানীয়দের তথ্যের ভিত্তিতে বিকেলে আলাউদ্দিনকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। পরে তাকে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. জান্নাতুল বাকি বলেন, সন্ধ্যা ৬টার দিকে ওই শিশুকে হাসপাতালে আনা হলে পরীক্ষা-নিরীক্ষা করে মৃত পাওয়া যায়। অর্থাৎ হাসপাতালে আনার আগেই ওই শিশুর মৃত্যু হয়। শিশুর শরীরে ও থুতনিতে হালকা আঘাতের চিহ্ন রয়েছে।

জাতীয় স্মৃতিসৌধ পুলিশ ক্যাম্প ইনচার্জ সুব্রত রায় বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই শিশু পানিতে ডুবে মারা গেছে। তার পরেও আমরা বিভিন্ন বিষয় মাথায় রেখে তদন্ত করছি। শিশুর শরীরে আঘাতের চিহ্ন রয়েছে কী না তা প্রাথমিক সুরতহাল শেষে জানা যাবে।