ঊষার আলো রিপোর্ট: কর্ণফুলী নদীতে সাম্পান উল্টে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশের সদস্যরা।সোমবার (২৩ মে) ভোর সাড়ে ৬টার দিকে ফিসারি ঘাট এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
মো. সোহাগ (১৭) নামের ওই কিশোর শনিবার (২১ মে) রাতে বাবা মো. করিমের সঙ্গে শহরে আসার পথে এ দুর্ঘটনার শিকার হয়। তাদের বাড়ি কুমিল্লার লাকসামে। এদিন রাতেই অভিযান শুরু করে ফায়ার সার্ভিস।
সদরঘাট নৌ থানার ওসি এবিএম মিজানুর রহমান বলেন, সাম্পান উল্টে নিখোঁজ কিশোরের মরদেহ কর্ণফুলী নদীর ফিসারি ঘাট এলাকা থেকে উদ্ধার করা হয়েছে।
ঊষার আলো-এসএ