UsharAlo logo
সোমবার, ১৩ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

সারাদেশে করোনা ভাইরাসে আরও ১৭৩ জনের মৃত্যু

koushikkln
জুলাই ২১, ২০২১ ৬:০৭ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : করোনাভাইরাসে আক্রান্ত সারাদেশে গত ২৪ ঘণ্টায় হয়ে আরো ১৭৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৪৯৮ জনে। এ সময় নতুন করে শনাক্ত হয়েছেন ৭ হাজার ৬১৪ জন। এতে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১১ লাখ ৩৬ হাজার ৫০৩ জনে।
বুধবার (২১ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ঈদের দিনে ব্রাহ্মণবাড়িয়ায় বিভিন্নভাবে আহত হয়ে হাসপাতালে এসেছেন শতাধিক ব্যক্তি। এদের মধ্যে ১০ জনকে ভর্তি করে বাকিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। কোরবানির পশু জবাই করাসহ মাংস কাটতে গিয়ে ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন স্থানে তারা আহত হন।