UsharAlo logo
সোমবার, ৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৩শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সারাদেশে গণটিকাদান ক্যাম্পেইন শুরু

usharalodesk
আগস্ট ৭, ২০২১ ১:০২ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : মহামারী করোনা ভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে আনতে দেশজুড়ে গণটিকাদান কার্যক্রম শুরু হয়েছে। ৬ দিনে ৩২ লাখ মানুষকে এ টিকা দেওয়া হবে।শনিাবর(৭ আগস্ট) সকাল ৯টায় ১৫ হাজারের বেশি কেন্দ্রে টিকা দেওয়া শুরু হয়েছে।এ ক্যাম্পেইন চলবে বিকাল ৩টা পর্যন্ত।

দেশজুড়ে এই টিকাদান কর্মসূচি সিটি কর্পোরেশন এলাকায় চলবে ৯ অগাস্ট পর্যন্ত। প্রথমদিন বাদ পড়া ইউনিয়ন ও পৌরসভা পর্যায়ের ওয়ার্ডে টিকা দেওয়া হবে ৮ এবং ৯ অগাস্ট। ৮ ও ৯ অগাস্ট দুর্গম ও প্রত্যন্ত এলাকায় এই  টিকা দেওয়া হবে । ১০ থেকে ১২ অগাস্ট ৫৫ বছরের বেশি বয়সী এবং রোহিঙ্গা জনগোষ্ঠীর মধ্যে টিকা কর্মসূচি চলবে।

কোভিড-১৯ টিকা বাস্তবায়ন কমিটির সদস্য সচিব ডা. শামসুল হক জানান, ৬ দিনব্যাপী টিকাদান কর্মসূচি সারাদেশের আনাচে-কানাচে পৌছে যাবে। কোনো প্রত্যন্ত এলাকায় নেটওয়ার্ক বা রেজিস্ট্রেশনের সুযোগ নাই, আমরা আমাদের এক্সেল শিটে তথ্যগুলো নিয়ে রাতে আপলোড করে দেবো। এটা হয়ত ১টা-২টি জায়গায় হতে পারে।