UsharAlo logo
শনিবার, ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বিশ্বে আট কোটি ২০ লাখ মানুষ বাস্তুচ্যুত

usharalodesk
জুন ১৮, ২০২১ ৭:৫২ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : মহামারী করোনার মধ্যেও গত বছর বিপুল সংখ্যক মানুষ যুদ্ধ ও নিপীড়ন থেকে বাঁচতে আবাসভূমি ছেড়ে পালিয়েছে। বিশ্বে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা ৮ কোটি ২০ লাখে পৌঁছেছে। গত দশকের তুলনায় বাস্তুচ্যুত মানুষের সংখ্যা বেড়েছে দ্বিগুণ। শুক্রবার(১৮জুন) জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থার নতুন এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়, ২০২০ সালে বিশ্বে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা ত্রিশ লাখ বেড়েছে। সিরিয়া, আফগানিস্তান, সোমালিয়া এবং ইয়েমেনে যুদ্ধ ও সহিংসতা অব্যাহত থাকায় মানুষ বাড়িঘর ছেড়ে পালাতে বাধ্য হচ্ছে। গত বছর এই তালিকায় যুক্ত হয়েছে ইথিওপিয়া এবং মোজাম্বিক। ধারণা করা হচ্ছিল এই মহামারিকালে বাস্তুচ্যুতের হার কমবে। কিন্তু তা ভুল বলে প্রমাণিত হয়েছে। সংস্থার প্রধান ফিলিপ্পো গ্রানদি জানান, মহামারিকালে অর্থনীতিসহ সবকিছু বন্ধ ছিল। কিন্তু যুদ্ধ, সংঘাত, সহিংসতা, বৈষম্য এবং নিপীড়ন অব্যাহত থাকায় এ মানুষগুলো পালাতে বাধ্য হয়েছে।’ জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা জানান, ২০২০ সালের শেষ নাগাদ ৮ কোটি ২৪ লাখ মানুষ শরণার্থী বা অভিবাসন প্রত্যাশী বা নিজেদের দেশে অভ্যন্তরীণ বাস্তুচ্যুত হিসেবে বাস করছে। এ মানুষগুলির প্রায় অর্ধেকেরই বয়স আঠারোর নিচে।

(ঊষার আলো-আরএম)