UsharAlo logo
রবিবার, ১২ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

সার্চ হিউম্যান রাইটস সোসাইটি যশোরের আলোচনা সভা

koushikkln
জুন ১৩, ২০২১ ১১:৫০ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক :  সার্চ হিউম্যান রাইটস সোসাইটি যশোরের প্রথম আলোচনা সভা ও আইডি কার্ড বিতরণ করা হয়েছে।  অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যশোর জেলা সভাপতি মোঃ মশিয়ার রহমান শান্ত। অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক শোয়াইব -বিন-হাবিব(নাহিন)। অনুষ্ঠান পরিচালিত হয় সাধারণ সম্পাদকদের নিজস্ব বাসভবন “স্বাক্ষর” এ।  অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মোঃ সালাউদ্দিন কবির তুষার ,সহ-সভাপতি, শরীফ আজাদ আকরাম মোঃ লিমন সহ সভাপতি ও সহ সভাপতি আজিজুল মৃধা, মিশাল আল রহমান (আপন), আন্তর্জাতিক মানবাধিকার বিষয়ক সম্পাদক, মোঃ ফরিদ হোসেন প্রচার সম্পাদক ,ইয়াসিন জারা জয়া ,সাংস্কৃতিক সম্পাদক, হোসেনে আরা পলি,নারী ও শিশু বিষয়ক সম্পাদক, রাব্বি হোসেন ,সমাজকল্যান বিষয়ক সম্পাদক, মোমিনুর রহমান হিমেল, শিক্ষা বিষয়ক সম্পাদক ,আলিফা সুলতানা লিটা মহিলা বিষয়ক সম্পাদক, মোঃ জহিরুজ্জামানান মারুফ তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ,মোঃ বানি হোসেন ওমর, সন্মানিত সদস্য।