UsharAlo logo
বৃহস্পতিবার, ৯ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৫শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

সিওপি (কপ)-২৭ জলবায়ু সম্মেলনে গেলেন প্যানেল মেয়র টিপু

pial
নভেম্বর ১২, ২০২২ ৫:৪৮ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : খুলনা সিটি কর্পোরেশনের মেয়র প্যানেলের সদস্য ও ২৫নং ওয়ার্ডের কাউন্সিলর মো: আলী আকবর টিপু সিওপি (কপ)-২৭ জলবায়ু সম্মেলনে অংশগ্রহণের উদ্দেশ্যে শনিবার (১২ নভেম্বর) সকালে গলফ এয়ারযোগে মিশরের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন।

উল্লেখ্য, বেসরকারি উন্নয়ন সংস্থা এ্যান অর্গানাইজেশন ফর সোসিও-ইকোনোমিক ডেভেলপমেন্ট (এ্যাওসেড) সম্মেলনে অংশগ্রহণের জন্য খুলনা সিটি কর্পোরেশন থেকে তাকে মনোনীত করেছে। সম্মেলন শেষে আগামী ১৮ নভেম্বর তিনি দেশে ফিরবেন বলে আশা করা যাচ্ছে।

কাউন্সিলর মো: আলী আকবর টিপু মিশরে অবস্থানকালীন সময়ে সংরক্ষিত আসনের কাউন্সিলর মাহমুদা খাতুন ২৫নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে অতিরিক্ত দায়িত্ব পালন করবেন।

(ঊষার আলো-এফএসপি)